নেইমারের মন্তব্যের জবাব দিলেন আনচেলত্তি

২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় নিকটেই ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কোয়াডে। যা নিয়ে সম্প্রতি তিনি জানান, ‘ইনজুরি নয়, তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল।’ যা নিয়ে কথা বলেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

আগামীকাল (শুক্রবার) ভোরে বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তি। ডাক পাওয়ার যোগ্য ৭০ জনের মধ্যে তিনি ২৫ জনকে দলে ডেকেছেন। শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড় ডাক পান বলেও স্মরণ করিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।



আনচেলত্তি বলেন, ‘আমার কথা স্পষ্ট, প্রাধান্য পাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা। এরপর তার শতভাগ ফিটনেস। সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনও কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকি, কারণ দলের জন্য সে অধিক কার্যকর হতে পারে।’ এর আগে সাম্প্রতিক সময়ে চোটে পড়ায় নেইমারকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ। সেই প্রসঙ্গই উঠল আবারও।

জবাবে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বলেন, ‘টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক বিষয়ের ওপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কী করছে, আগে কী করেছে এবং এখন কোন সমস্যা মোকাবিলা করছে। শারিরীকভাবে ঠিক থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আমি আগেও বলেছি- কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে শারিরীক অবস্থা দেখি, শুধুমাত্র সে নয়, মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এই দলে অনেক প্রতিযোগিতা। বিশ্বকাপে খেলার মতো এখানে ৭০ খেলোয়াড় আছে।’



জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরো ৯০ মিনিট খেলার তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। (জাতীয় দলে) আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

নেইমারের জায়গায় ব্রাজিলের আসন্ন ম্যাচে জোয়াও পেদ্রো খেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘গতিসম্পন্ন, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবল প্রায় হারাতে বসেছে। এস্তেভাও ঠিক সে ধরনের দক্ষতাসম্পন্ন খেলোয়াড়, একইভাবে রাফিনিয়া-ভিনি-মার্টিনেল্লির কথাও বলা যায়। আধুনিক ফুটবল এটাই চায়। জোয়াও পেদ্রো ১০ নম্বর পজিশন বা সেন্টার ফরোয়ার্ডে খেলবে। তার পেছনে কারা থাকবে সেটা ভাবতে হবে, আমার মনে হয় এস্তেভাও-রাফিনিয়া থাকতে পারে।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এআই দিয়ে শাহরুখের ছবি বানালে হতে পারে কোটি টাকার কেস! Sep 06, 2025
img
বৃষ্টিহীন ঢাকায় গরমে অস্বস্তি, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি Sep 06, 2025
img
বছরজুড়ে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জামায়াতের Sep 06, 2025
img
তাহসানের বাবা হওয়ার খবর সত্য নয়! Sep 06, 2025
img
ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে : ট্রাম্প Sep 06, 2025
img
৩ দফা দাবি পূরণে উপাচার্যের লিখিত আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা Sep 06, 2025
img
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী Sep 06, 2025
img
সুদানে ভয়াবহ ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু Sep 06, 2025
img
বিসিবি সভাপতির হুমকির অভিযোগ সমবেদনা আদায়ের কৌশল: আমিনুল হক Sep 06, 2025
img
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Sep 06, 2025
img
নুরাল পাগলের দরবারে হামলা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের দায়িত্বহীনতার পরিচয় : এনসিপি Sep 06, 2025
img
অস্ট্রীয় অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক Sep 06, 2025
img
রিজানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের Sep 06, 2025
img
স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল আ.লীগ : রহমাতুল্লাহ Sep 06, 2025
img
জয়ে বিশ্বকাপ বাছাই শুরু ফ্রান্সের, এস্তোনিয়ার জালে ইতালির গোল উৎসব Sep 06, 2025
img
অতীতে রাষ্ট্রের সম্পদ লুটকারীদের হাতে আর ক্ষমতার চাবি দেবেন না: জামায়াত আমির Sep 06, 2025
img
চবির সহিংসতা ঘিরে ফের আলোচনায় সিএমপির নতুন ৮ থানার প্রস্তাব Sep 06, 2025
img
ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনায় আসবে বিএনপি : হাফিজ উদ্দিন আহমেদ Sep 06, 2025
img
নেপালের অস্ট্রেলিয়ান কোচের মুখেও হামজা Sep 06, 2025
img
টিসিবির মালামাল চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার Sep 06, 2025