নেইমারের মন্তব্যের জবাব দিলেন আনচেলত্তি

২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় নিকটেই ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কোয়াডে। যা নিয়ে সম্প্রতি তিনি জানান, ‘ইনজুরি নয়, তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল।’ যা নিয়ে কথা বলেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

আগামীকাল (শুক্রবার) ভোরে বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তি। ডাক পাওয়ার যোগ্য ৭০ জনের মধ্যে তিনি ২৫ জনকে দলে ডেকেছেন। শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড় ডাক পান বলেও স্মরণ করিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।



আনচেলত্তি বলেন, ‘আমার কথা স্পষ্ট, প্রাধান্য পাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা। এরপর তার শতভাগ ফিটনেস। সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনও কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকি, কারণ দলের জন্য সে অধিক কার্যকর হতে পারে।’ এর আগে সাম্প্রতিক সময়ে চোটে পড়ায় নেইমারকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ। সেই প্রসঙ্গই উঠল আবারও।

জবাবে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বলেন, ‘টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক বিষয়ের ওপর নির্ভর করে নেওয়া হয়। খেলোয়াড়রা কী করছে, আগে কী করেছে এবং এখন কোন সমস্যা মোকাবিলা করছে। শারিরীকভাবে ঠিক থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আমি আগেও বলেছি- কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচে শারিরীক অবস্থা দেখি, শুধুমাত্র সে নয়, মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এই দলে অনেক প্রতিযোগিতা। বিশ্বকাপে খেলার মতো এখানে ৭০ খেলোয়াড় আছে।’



জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরো ৯০ মিনিট খেলার তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, যার প্রমাণ হলো আজ আমি খেলেছি। (জাতীয় দলে) আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’

নেইমারের জায়গায় ব্রাজিলের আসন্ন ম্যাচে জোয়াও পেদ্রো খেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘গতিসম্পন্ন, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবল প্রায় হারাতে বসেছে। এস্তেভাও ঠিক সে ধরনের দক্ষতাসম্পন্ন খেলোয়াড়, একইভাবে রাফিনিয়া-ভিনি-মার্টিনেল্লির কথাও বলা যায়। আধুনিক ফুটবল এটাই চায়। জোয়াও পেদ্রো ১০ নম্বর পজিশন বা সেন্টার ফরোয়ার্ডে খেলবে। তার পেছনে কারা থাকবে সেটা ভাবতে হবে, আমার মনে হয় এস্তেভাও-রাফিনিয়া থাকতে পারে।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিল্লির গাড়ি বিস্ফোরণ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ কি না স্পষ্ট করলো ভারত Nov 13, 2025
img
হিট হলে আমি জিনিয়াস, ফ্লপ হলে কিছুই জানি না: দুলকার সালমান Nov 13, 2025
img
আলভারেজকে ঘিরে দুই ক্লাবের দ্বন্দ্ব, নতুন সিদ্ধান্তে আতলেতিকো Nov 13, 2025
img
খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই পালাক মুছালের জীবনের সবচেয়ে বড় অর্জন! Nov 13, 2025
img
হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে আজ Nov 13, 2025
img
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন আটক Nov 13, 2025
img
মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী Nov 13, 2025
img
মোটরসাইকেলে এসে অটোরিকশায় আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা Nov 13, 2025
img
রব এডওয়ার্ডসকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল ওলভস Nov 13, 2025
img
জেনে নিন আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Nov 13, 2025
শেখ হাসিনার ডাকসুর পদ বাতিল নিয়ে যা বলছেন ডাকসুর জিএস Nov 13, 2025
ডাকসুর ২য় কার্যনির্বাহী সভায় যা বললেন সাদিক কায়েম Nov 13, 2025
এত ত্যাগের পর আবারও গণতন্ত্র হুমকির সম্মুখিন: খসরু Nov 13, 2025
ফ্যাসিস্ট বিদায়ের আন্দোলনের সফলতা তারেক রহমানের হাত ধরে হয়েছে : সালাহউদ্দিন আহমদ Nov 13, 2025
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত যুক্তরাজ্যের Nov 13, 2025
img
বিশৃঙ্খলা রোধে চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ Nov 13, 2025
পিরোজপুরে সিগনেচার রোডে নির্মাণকালে দুর্ঘটনায় আহত শিশুর হাতেই হলো উদ্বোধন Nov 13, 2025
img
নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ ট্রাম্পের Nov 13, 2025
গণভোট ইস্যু নিয়ে যা বললেন তারেক রহমান! Nov 13, 2025
img
ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি Nov 13, 2025