চিলির বিপক্ষে ব্রাজিল একাদশে চমক!

ক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের আর মাত্র দুই রাউন্ড বাকি। যার প্রথমটিতে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি।

চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন সারছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গ্রাঞ্জা কোমারিতে অনুশীলনে আবারও চার ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন। যার মানে দাঁড়াচ্ছে চিলির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ৪-২-৪ ফর্মেশনে খেলতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের আগে এটিই ঘরের মাঠে ব্রাজিলের শেষ ম্যাচ। আর সেই ম্যাচে আক্রমণাত্মক দল খেলানোর পথেই হাঁটছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওরা।

এদিন রুদ্ধদ্বার অনুশীলনে ইতালিয়ান কোচ যে একাদশ ব্যবহার করেছেন, তা ফাঁস হয়ে গেছে। আগামীকালের ম্যাচে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম একাদশ। আর এই একাদশ নিম্নরূপ: গোলবারের নিচে অ্যালিসন, রক্ষণভাগে ওয়েসলি, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস; মাঝমাঠে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস; ফরোয়ার্ড লাইনে এস্তেভাও, রাফিনিয়া, জোয়াও পেদ্রো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এদিন অনুশীলমে আনচেলত্তি প্রথমে রক্ষণভাগকে সেট পিস সামলানো নিয়ে কাজ করান এবং এরপর গতিশীল চার ফরোয়ার্ডের সঙ্গে আক্রমণাত্মক কৌশল অনুশীলন করান।



এই ফরমেশনটি সেই ফরমেশনের সঙ্গে মিলে যায় যা জুনে প্যারাগুয়েকে হারিয়েছিল এবং ব্রাজিলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। সেদিন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া আক্রমণে পালা করে খেলেছিলেন, রাফিনিয়া যেন ঢুকে পড়তে পারেন সে জন্য জায়গা তৈরি করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কুনিয়ার অ্যাসিস্টেই একমাত্র গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদে খেলা ভিনি।

এবার মার্টিনেল্লি খেলবেন বাম প্রান্তে, এস্তেভাও ও রাফিনিয়া ডানদিক ও মাঝের মধ্যে অদলবদল করবেন, আর জোয়াও পেদ্রো থাকবেন ওপরে গতিশীল স্ট্রাইকার হিসেবে। কোচিং স্টাফের লক্ষ্য হলো ব্রাজিল যেন আক্রমণে চাপ ধরে রাখে এবং ওয়েসলিকে ডান দিক দিয়ে পাসিংয়ের জন্য কার্যকরভাবে ব্যবহার করা যায়।

বুধবার তেরেসোপোলিস থেকে রিও ডি জেনেইরো রওনা হবে ব্রাজিলের বহর, যেখানে তারা রাত কাটাবে বার্রা দা তিজুকার এক হোটেলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল বর্তমানে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইকুয়েডর দুইয়ে। আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ধরাছোঁয়ার বাইরে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; ওয়েসলি, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস; এস্তেভাও, রাফিনিয়া, জোয়াও পেদ্রো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ আজ Sep 07, 2025
img
ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকতে হবে: মাহবুবের শামীম Sep 07, 2025
img
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার Sep 07, 2025
img
ফের হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক Sep 07, 2025
img
তামিম ইকবাল বাংলাদেশকে শিখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয় : নাবিল Sep 07, 2025
img
মুক্তোর পোশাকে যেন শিল্পকর্ম হয়ে উঠলেন অনন্যা পান্ডে Sep 07, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Sep 07, 2025
img
ডাকসু নির্বাচনে অযাচিতভাবে ভোট চেয়ে বহিষ্কার রূপসা ছাত্রদলের সুজন Sep 07, 2025
জাস্টিন বিবারের কণ্ঠে এবার ‘সোয়াগ টু’! Sep 07, 2025
img
বিশ্বের একমাত্র মশামুক্ত দেশ! কারণ জানলে অবাক হবেন আপনিও Sep 07, 2025
লেডি গাগা ফের ভিএমএ মঞ্চে হাজির! Sep 07, 2025
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান | টাইমস ফ্লাশ | ৬ সেপ্টেম্বর, ২০২৫ Sep 07, 2025
ভিপি পদে কে এগিয়ে ? Sep 07, 2025
মুসলমানদের বড় সমস্যা যেটা | ইসলামিক জ্ঞান Sep 07, 2025
কুরআনে নবীকে কী বলা হয়েছে | ইসলামিক জ্ঞান Sep 07, 2025
মুম্বাইয়ে অভিনয় জগতে নতুনদের শিকার করে দেহব্যবসার কারবার Sep 07, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের রূপরেখা তৈরি হবে : ব্যারিস্টার মামুন Sep 07, 2025
প্রতিপক্ষের স্টাফকে অপমান, সুয়ারেজকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা Sep 07, 2025
নারী ইস্যুতে শিবিরকে ধূয়ে দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ Sep 07, 2025
দুই মাসের মধ্যেই ভারত ‘সরি’ বলবে, বললেন মার্কিন বাণিজ্যমন্ত্রী Sep 07, 2025