বিশ্বকাপ বাছাইয়ে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ইউরোপের দুই পাওয়ার হাউস জার্মানি ও স্পেন। রাত পৌনে ১টায় ডাইমানশাফটদের প্রতিপক্ষ স্লোভাকিয়া। একই সময়ে স্পেনের প্রতিপক্ষ বুলগেরিয়া। নেশন্স লিগে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কোচ লা ফুয়েন্তের।
জার্মানির ফুটবলে নেই আগের সে রঙ। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীরা এরপরের দুই বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপপর্ব থেকে। গত বছর নিজেদের মাটিতে হওয়া ইউরোতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। একটা সময়ে বিশ্ব ফুটবলে শাসন করা জার্মানি সবশেষ এ বছর জুনে ব্যর্থ হয়েছে উয়েফা নেশন্স লিগেও।
সেমিফাইনালে পর্তুগালের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নাগেলসম্যানের দল হেরে যায় কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের কাছে। নেশন্স লিগের ব্যর্থতার প্রভাব বিশ্বকাপ বাছাইয়ে পড়তে দিতে চান না কোচ। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি ফুটবলারদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরাতে জোর দিচ্ছেন কোচ।
বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে জার্মানির প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্লোভাকিয়া। স্বাগতিকদের মাঠে নামার আজে চোট জর্জরিত দল নিয়ে বিপর্যস্ত কোচ নাগেলসম্যান। এ ম্যাচে অভিষেকের অপেক্ষায় তিন নতুন মুখ; ফিন ডেহম্যান, কলিন্স ও পল নেবেল। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, স্টেগেন, লেরয় সানে ও নিকো স্কল্টারবেক। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে জশুয়া কিমিখকে।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত জুনে উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা হারায় স্পেন। টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদোদের কাছে স্বপ্ন ভাঙে লামিনে ইয়ামালদের। নেশন্স লিগ ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই মিশন শুরু হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়নদের।
বুলগেরিয়া ম্যাচের আগে বড় সুখবর স্পেনের সমর্থকদের জন্য। দীর্ঘদিন পর ইনজুরি থেকে এ ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন ব্যালন ডি অর জয়ী তারকা রদ্রি ও দানি কারভাহাল। তবে, নতুন করে ইনজুরিতে পড়ে ক্যাম্প ছেড়েছেন ফ্যাবিয়ান রুইজ। অভিষেকের অপেক্ষায় আছেন জেসুস রদ্রিগেজ। মাত্রই ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সি উইঙ্গার। বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচে আক্রমণে লামিনে ইয়ামালের সঙ্গে লা ফুয়েন্তের ভরসা নিকো উইলিয়ামস।
ইএ/টিকে