পাকিস্তানের কোয়েটায় দুই দিন আগে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) জনসভায় আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক্সবার্তায় লিখেছে, ‘আমরা নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি জনগণ সহিংসতা ও ভয় থেকে মুক্ত থাকার যোগ্য।
ইসলামাবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মার্কিন দূতাবাস আরও বলেছে, ওয়াশিংটন ‘এই হামলার দায় স্বীকারকারী দায়েশের মতো নিন্দনীয় সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বেলুচিস্তানের রাজধানীতে শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় চলা রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক ডজনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩৮ জন আহত হন।
প্রাদেশিক সরকার ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপির রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে ক্রমবর্ধমান হামলার পটভূমিতে সর্বশেষ সন্ত্রাসী ঘটনাটি ঘটল।
ইএ/টিকে