ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। ফখর জামানের ঝড়ো ফিফটির পর আবরার আহমেদের লেগ স্পিনের জাদুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে তারা ফাইনালে নিশ্চিত করেছে জায়গা।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৭১ রান করে ৫ উইকেটের বিনিময়ে। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাতের ইনিংস শেষ হয় ১৪০ রানে। চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে পাকিস্তান ফাইনালে চলে গেছে এবং আফগানিস্তানও দুটি জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আরব আমিরাত কোনো ম্যাচে জিততে পারেনি, ফলে তারা সিরিজ থেকে বাদ পড়ে গেছে।
ফখর জামান প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাকিস্তানকে শক্ত অবস্থানে রেখে দলকে আগলে রেখেছিলেন। তার ৪৪ বলের ৭৭ রানের ইনিংসে দলের জন্য বড় এক রানের ভিত গড়ে দেন। তিনি এবং মোহাম্মদ নওয়াজ মিলে ষষ্ঠ উইকেটের জন্য ৫১ বলে ৯১ রান যোগ করে পাকিস্তানকে ১৭১ রান করতে সাহায্য করেন।
তবে, ম্যাচের সেরা পারফরম্যান্স ছিল আবরার আহমেদের, যার লেগ স্পিনের সামনে আমিরাতের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে তিনি ম্যাচে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন। অন্যদিকে আমিরাতের শারাফু ছিলেন একমাত্র ব্যাটসম্যান যিনি ৫১ বলে ৬৮ রান করে কিছুটা লড়াই করেছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে আফগানিস্তান আর আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে খেলবে আফগানিস্তান এবং পাকিস্তান।
এসএস/এসএন