গোল না করেও প্রশংসায় ভাসছেন আনচেলত্তি, বিশ্বকাপে খেলবেন যারা!

কার্লো আনচেলত্তি চেয়েছিলেন ব্রাজিল যেন ঘরের মাঠে তাদের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মারাকানায় খেলে। তা মেনেই ঐতিহাসিক এই ভেন্যুতে চিলির বিপক্ষে ম্যাচ ঠিক করে ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে আজ (শুক্রবার) ব্রাজিল কোচ শিষ্যদের ৩-০ ব্যবধানে বড় জয়ের সাক্ষী হলেন। ম্যাচ শেষে বেশ কয়েকজনের প্রশংসা করেছেন আনচেলত্তি, তবে বেশি স্তুতি করেছেন দুটি গোলে অবদান রাখা লুইজ হেনরিককে নিয়ে।

চিলির বিপক্ষে ম্যাচজুড়ে পজেশন (৬৪ শতাংশ) থেকে শুরু করে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। দলটির হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। দ্বিতীয় গোলে সরাসরি বলের যোগান (অ্যাসিস্ট) দিয়েছিলেন হেনরিক, তৃতীয় গোলেও তার অবদান ছিল। বদলি নেমে অল্প সময়ের মাঝেই তিনি ঝলক দেখিয়েছেন। ৭২ মিনিটে অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে শট নেন দ্বিতীয় বারে। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।



৭৬তম মিনিটে ডি বক্সের কাছ থেকে জোরালো শট নেন হেনরিক। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। অল্প সময়েই হেনরিক দৃষ্টি আকর্ষণ করে ম্যাচ শেষে প্রশংসাও পেলেন আনচেলত্তির, ‘লুইজ হেনরিক অসাধারণ প্রতিভাবান। শারীরিকভাবে শক্তিশালী, এক বনাম একের লড়াইয়ে দুর্দান্ত। দারুণ ফিটনেস দিয়ে ম্যাচের ধারা পাল্টে দিয়েছে সে। যখন অন্যরা ক্লান্ত, তখন এমন প্রতিভাবান খেলোয়াড় মাঠে নামলে খেলা বদলে যায়। জাতীয় দলের জন্য এ ধরনের খেলোয়াড় থাকা অনেক বড় সুবিধা।’

পুরো ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিংবদন্তি এই কোচ বলেন, ‘মারাকানার পরিবেশ ছিল দুর্দান্ত, দলে ছিল অসাধারণ সমর্থন। আমরা গতি নিয়ে খেলেছি, ভালো রিদমে, ভালো ডিফেন্স ও কার্যকর প্রেসিং দিয়ে। আমার মনে হয়, সমর্থকরা আমাদের মতোই দলের পারফরম্যান্সে খুশি। আমরা সিরিয়াস ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে ভালোভাবে রক্ষণে মনোযোগী ছিলাম এবং দলটা ছিল অনেক বেশি কম্প্যাক্ট। গোল করার পর ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চিলি কিছুটা আক্রমণাত্মক হয়েছিল, তবে দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি খুলে যায়।’



বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। তবুও আনচেলত্তির সামনে প্রশ্ন করা হয় বিশ্বকাপে কোন খেলোয়াড়রা নিশ্চিত হয়েছেন। জবাবে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক শক্তিশালী নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে। তবে ২৫ বা ২৬ জনের তালিকা তৈরি করা সহজ নয়। অন্য কোনো কোচের তুলনায় আমার একটু বেশি কষ্ট হতে পারে আগামী কয়েক মাসে। তবে এটি খুবই ইতিবাচক ব্যাপার। আজ যারা খেলেছে, যারা নেমে ম্যাচের রিদম বদলেছে, সবাইকে পছন্দ হয়েছে আমার। আজকের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’

প্রসঙ্গত, গত ১২ মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। এরপর থেকে ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন লিগে খেলা দেশটির খেলোয়াড়দের ওপর তীক্ষ্ণ পর্যবেক্ষণ চালিয়ে তিনি খেলোয়াড় বাছাই করেছেন। ফলে নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোদের মতো পরীক্ষিতদের বাদ দিয়েও পরীক্ষা চালাতে কার্পণ্য করেননি এই ইতালিয়ান কিংবদন্তি কোচ। এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে ৩ ম্যাচ খেলে ব্রাজিল দুটি জয় ও একটিতে ড্র করেছে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘লেডি করণ জোহর’ বলে নুসরাতকে কটাক্ষ করল নেটিজেনরা Sep 07, 2025
img
চিরচেনা রূপ ভেঙে নতুন সাজে অ্যাঞ্জেলিনা জোলি Sep 07, 2025
img
এনসিএল দিয়েও ফিরতে পারছেন না বর্ষণ! Sep 07, 2025
img
বর্তমান সরকারের জন্য কী পরিণতি অপেক্ষা করছে? প্রশ্ন রনির Sep 07, 2025
img
আ.লীগের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না: রুমিন ফারহানা Sep 07, 2025
৩৩ বছর আগে ডুবে যাওয়া জাপানি জাহাজ উদ্ধার Sep 07, 2025
img
আজ রাত ৯টা ২৮ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ! Sep 07, 2025
img
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার Sep 07, 2025
img
সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার ১২ টা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা Sep 07, 2025
img

নিয়মিত চিকিৎসার জন্য প্রস্তুত

ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Sep 07, 2025
img
রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের ঘরে Sep 07, 2025
img
গ্ল্যামারের ছোঁয়া থাকলেও সরলতার পক্ষপাতী জাহ্নবী Sep 07, 2025
img
নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : মির্জা ফখরুল Sep 07, 2025
img
জুলাই সনদ চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের Sep 07, 2025
img
বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ প্রোটিয়া স্পিনার Sep 07, 2025
img
ছেলেকে নিয়ে প্রথমবার লাইভ শো করলেন জেসি Sep 07, 2025
‘আমি সন্ত্রাসী না’, বুলবুল কে হুমকির অভিযোগ প্রসঙ্গে তামিম Sep 07, 2025
যে কারণে ভেনেজুয়েলায় হাজার হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র Sep 07, 2025
img
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়, বিয়ের প্রস্তুতিতে সেলেনা! Sep 07, 2025
img
১৯ বছরের ধূমপান অভ্যাস ছাড়ার পর অভিজ্ঞতা শেয়ার করলেন আরশ Sep 07, 2025