গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতেদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিল নিয়ে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছান তারা।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, ওই মিছিল থেকেই হামলা করা হয়। জাপা মহাসচিব বলেন, নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করলে নিশ্চিত পরাজয় হওয়ার আশঙ্কায় অন্যদলগুলো বারবার হামলা করছে জাতীয় পার্টির অফিসে।
জানা যায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথম অবস্থা জাপার অফিসের আশপাশে, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। এর আগেও একাধিকবার এই কার্যালয়ে হামলা চালানো হয়েছিল।
ইএ/টিকে