ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে দিনভর উত্তাল হয়ে ওঠে ভাঙ্গা উপজেলা। এতে কার্যত ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার দুটি মহাসড়কের ১০ টি এলাকায় ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ (ভাঙ্গা গোলচত্বর) অবরোধ করা হয়। তীব্র ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ ফরিদপুর-২ সংসদীয় আসনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ১০ টি এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। এ সময় সড়কের ওপর গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এরমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ছুটে গিয়ে আশ্বত্ব করলেও দাবি আদায়ে সড়ক ছাড়তে অনড় থাকে অবরোধকারীরা।

পরে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ (ভাঙ্গা গোলচত্বর) ব্লকেড করে রাখে বিক্ষোভকারীরা। এতে আলগী ও হামিরদী ইউনিয়নবাসীসহ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন ও সদরপুর) আসনের জনগণ গোলচত্ত্বর এলাকায় অবস্থান নিতে শুরু করে। এক পর্যায়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফলে রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসবের ফলে দিনব্যাপী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুনরায় স্থানীয় প্রশাসন আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয়া হয় এবং আগামী রোববার পর্যন্ত তিনদিনের সময় বেঁধে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশগ্রহণ করেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি দুটি ইউনিয়ন পুনরায় ফিরিয়ে দিতে এবং আরেকটি স্বতন্ত্র আসন করার দাবি করেন।

তিনি বলেন, ‘ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম। কিন্তু তারা সেটা না করে দুটি ইউনিয়ন কেটে গুজামিল দিয়েছে, ভাঙ্গাবাসী এটা প্রত্যাখান করেছে। এজন্য আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব এবং আগামী রোববার উচ্চ আদালতে আপিল করব।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এলাকাবাসী একটি স্মারকলিপি দেয়ার কথা জানিয়েছে, স্মারকলিপি হাতে পেলে পাঠিয়ে দেয়া হবে এবং আশা করি সোমবারের মধ্যে সমাধান হবে। বর্তমান পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় সরকারের বিবৃতি Sep 06, 2025
img
আ.লীগ মুক্তিযুদ্ধের নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ Sep 06, 2025
কী নিয়ে ঝামেলা বাঁধল অপু-পরীর? Sep 06, 2025
নির্বাচনী উচ্ছ্বাসে নাজিরা বাজারে খাবারের মেলা বসেছে-খালেদ Sep 06, 2025
যে কারণে ডাকসু থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার Sep 06, 2025
ভোটারদের খাওয়ানোর অভিযোগ ছাত্রদল-বাগছাস প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে Sep 06, 2025
জামায়াতের এমপিরা করমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না বললেন আমিরে জামায়াত Sep 06, 2025
img
সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ মোদির Sep 06, 2025
img
পশ্চিমা সেনারা হামলার ‘বৈধ নিশানা’ হবে ইউক্রেনে: পুতিন Sep 06, 2025
img
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে : উপ প্রেস সচিব Sep 06, 2025
img
‘শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না’ Sep 06, 2025
img
জনগণ আর কোনো চাঁদাবাজ-ফ্যাসিবাদকে চায় না : ডা. তাহের Sep 06, 2025
img
রাজবাড়ীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে : এনসিপি Sep 06, 2025
img
নেপাল ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে Sep 06, 2025
img
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির নিন্দা Sep 06, 2025
img

গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

‘হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে’ Sep 06, 2025
img
বিদেশে নুরের উন্নত চিকিৎসা ও দোষীদের বিচার দাবি গোলাম পরওয়ারের Sep 06, 2025
img
ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে শাস্তি পদ্ধতিতে পরিবর্তন আনল মালয়েশিয়া Sep 06, 2025
img
‘দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার’ Sep 06, 2025
img
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল নওগাঁ ডিবি পুলিশের ওসির Sep 06, 2025