সালমানকে ছাড়িয়ে শাকিব অনেক ওপরে চলে গেছে, এমনটাই মনে করেন জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নির্মাতা। একই সঙ্গে তিনি এটাও মনে করেন যে সালমান শাহ যদি বেঁচে থাকত হয়তো তিনিও শাকিবকে ছাড়িয়ে অনেক ওপরে চলে যেতে পারতেন।
ঝন্টু তাঁর মতামতের পক্ষে যুক্তি দিয়ে বলেন, সালমান শাহকে দিয়ে অ্যাকশন বা সামাজিক ড্রামা কোনো ছবি হয়নি, সব রোমান্টিক।
শাকিবকে দিয়ে কিন্তু হয়েছে, সে কিন্তু অলরাউন্ডার। অনেক ওপরে চলে গেছে শাকিব। সালমানও তা-ই হতো। কিন্তু সে তো বেশিদিন থাকল না।
চলচ্চিত্র কারো জন্য কখনো থেমে থাকে না অভিমত এই নির্মাতার। এ প্রসঙ্গে তিনি বলিউডের উদাহরণ দিলেন। বললেন, সালমান শাহকে ছাড়িয়ে অনেক ওপরে চলে গেছে শাকিব। চলচ্চিত্র কারো জন্য কখনো থেমে থাকে না।
দীলিপ কুমারের পরে অমিতাভ বচ্চন আসছে, অমিতাভ বচ্চনের পরে শাহরুখ আসছে। আমির খান আছে, সালমান খান আছে। এখন আবার অন্যরা চলে আসছে, কারো জন্য কেউ বসে থাকে না। সবাই সর্বক্ষণের সেরা, কক্ষনো না।
শাকিব খান সব বিষয়ে সিনেমা করেছেন জানিয়ে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমার কথা শুনলে হয়তো ভক্তরা রাগ হবে, সালমান শাহ থাকলে হয়তো আজ শাকিব যা হয়েছে তাঁর থেকেও বেশি হতো।
শাকিব বিরাট। শাকিবকে দিয়ে কিন্তু সব হচ্ছে, সামাজিক ছবি হচ্ছে, অ্যাকশন ছবি হচ্ছে।
এমআর/টিকে