বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সতেরো বছর সংগ্রামের পর তরুণ ছাত্র-যুবক ও তাদের অভিভাবক সবাই মিলে রাজপথে নেমে হাসিনার মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে। আল্লার গজব পড়েছে হাসিনার উপর। সেজন্য দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই দিন ক্ষমতায় থাকা অবস্থায় কত বড় বড় কথা বলেছিল আওয়ামী লীগ পালায় না। এমনকি শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এম স্মৃতি পরিষদের আয়োজনে ১৬ তম শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। বিএনপির উপর অনেক দায়িত্ব।
তিনি বলেন, আমরা যেন আওয়ামী লীগ না হই। আওয়ামী লীগ দুর্নীতি, মানিলন্ডারিং করেছে, গুম, খুনসহ অবিচারে ভাসিয়ে দিয়েছে দেশকে। আমরা যেন আওমীলী গের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। দেশের এই ক্লান্তিলগ্নে প্রয়োজন ছিল এম সাইফুর রহমানের মতো একজন রাজনীতিবিদের। যিনি পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারতেন।
এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রখেন সাবেক এমপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.আলিমুল ইসলাম, বিএসপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
দোয়া পরিচালনা করেন স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল হাকিম। স্মরণসভায় এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ মেধাবি ১০ জন শিক্ষার্থীদের আর্থিক অনুদান দশ হাজার টাকা করে প্রদান করা হয়।
ইএ/টিকে