বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করলেও ১৯৭৫ সালে একদলীয় রাষ্ট্র গঠন করে গণতন্ত্রকে কবর দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের আন্দোলন-সংগ্রামের ফসল। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের মতো দুর্নীতি, গুম-খুন, মানি লন্ডারিংয়ের পথে যেন বিএনপি না যায়। আজ আমাদের জন্য সাইফুর রহমানের মতো একজন দূরদর্শী অভিভাবক দরকার।
তিনি আরও বলেন, দেশের প্রথম বৃহৎ যমুনা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংককে রাজি করানোর পেছনে এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য। অথচ তিনি ছিলেন আত্মপ্রচারে বিমুখ। নারী শিক্ষার প্রসারে তার ‘শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি’ যুগান্তকারী ভূমিকা রাখে। অর্থমন্ত্রী হিসেবে তিনি শুধু জাতীয় অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাননি বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন।
স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এম সাইফুর রহমানের বড় ছেলে, সাবেক এমপি ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান।
সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমুখ।
ইউটি/টিএ