রিজানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) লাভবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে রিজানের দুর্দান্ত সেঞ্চুরি ও কালাম সিদ্দিকীর হাফ-সেঞ্চুরিতে ২৯২ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রাতুলের ঘূর্ণিতে ২০৫ রানে থামে ইংলিশদের ইনিংস। আর তাতেই ৮৭ রানের জয় পায় যুবা টাইগাররা।

আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার নিজেদের আরও ঝালিয়ে নিতে ইংল্যান্ড সফরে যুবারা। ইংলিশদের বিপক্ষে মোট পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে যুবারা। 

২৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের প্রথম ওভারেই বেন ডওকিন্সকে সাজঘরে ফেরত পাঠান আল ফাহাদ। দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করেন ইসাক ও জো মুরস। তবে তাদের জুটি ভাঙেন আজিজুল হাকিম তামিম। ডানহাতি এই অফ স্পিনারের বলে তারই হাতে ক্যাচ ফিরেছেন মুরস।



পরবরর্তীতে উইল বেনিসনকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন ইসাক। ৩২ বলে ৩৬ রান করা বেনিসনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্বাধীন। তার একটু পরই সাজঘরে ফেরেন হাফ-সেঞ্চুরিয়ান ইসাক। ৭ ছক্কা ও ৪ চারে ৫৩ বলে ৭৫ রান করে ফেরেন এই ওপেনার। 

এরপর থমাস রিউ ও জেইক নেলসন জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বটে, তবে তাতেও কোনো লাভ হয়নি। এরপর কিছুটা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ইংলিশরা। শেষ পর্যন্ত ২০৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন রাতুল। এ ছাড়া স্বাধীন নিয়েছেন ২ উইকেট, ১টি করে উইকেট নিয়েছেন ফাহাদ, রিজান ও আজিজুল তামিম। 

এর আগে ব্যাট হাতে ভালোই দ্যুতি ছড়িয়েছেন যুবারা। এদিন শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি যুবাদের। স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করতেই টপ-অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে তারা। জাওয়াদ আবরার ৩৮ বলে ৪০, রিফাত বেগ ১৮ বলে ১১ আর আজিজুল হাকিম তামিম ১৩ বলে ৯ রান করে আউট হন। 

চতুর্থ উইকেট প্রতিরোধ গড়ে বড় জুটি গড়ে তোলেন রিজান ও আলীন। দুজনের জুটিতে আসে ১৪৮ রান। ৮৪ বলে ৬৮ রান করে আলীন আউট হলে ভাঙে সে জুটি। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন রিজান। ১০১ বলে ১০০ রান করে বিদায় নেন তিনি। শেষদিকে সামিউন বসির রাতুল ১৩ বলে ২১ আর আল আমিন ২২ বলে ২৫ রানের অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেন। ইংলিশদের পক্ষে ৬৮ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন মিন্টো। এছাড়া ৩ উইকেট নিয়েছেন হ্যাটন-লোয়ে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ৫৪তম জশনে জুলুস Sep 06, 2025
img
বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলানো হবে: সারজিস আলম Sep 06, 2025
img

মোটরসাইকেল পোড়ানোর দুই মামলা

ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ Sep 06, 2025
img
বেনাপোলে ২ দিন সব ধরনের আমদানি- রপ্তানি বন্ধ Sep 06, 2025
img
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র! Sep 06, 2025
img
আওয়ামী লীগের শক্তির উৎস নিয়ে প্রশ্ন তুললেন মোস্তফা ফিরোজ Sep 06, 2025
img
আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো Sep 06, 2025
img
ইমরান খানকে জামাই বানাতে চেয়েছিলেন অভিনেত্রী রেখার মা! Sep 06, 2025
img
ফেনীর সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন Sep 06, 2025
img
ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে পালালেন বর-কনে Sep 06, 2025
img
ইন্টার মায়ামিতে বড় দুঃসংবাদ, নিষিদ্ধ সুয়ারেজ ও বুসকেটস! Sep 06, 2025
img
হাসপাতালের বেডেই মালাবদল, কেন এই আয়োজন Sep 06, 2025
img
৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে Sep 06, 2025
img

দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর

দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত! Sep 06, 2025
img
সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ Sep 06, 2025
img
দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? Sep 06, 2025
img
এআই দিয়ে শাহরুখের ছবি বানালে কোটি টাকার কেস! Sep 06, 2025
img
বৃষ্টিহীন ঢাকায় গরমে অস্বস্তি, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি Sep 06, 2025
img
বছরজুড়ে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জামায়াতের Sep 06, 2025
img
তাহসানের বাবা হওয়ার খবর সত্য নয়! Sep 06, 2025