ইন্টার মায়ামিতে বড় দুঃসংবাদ, নিষিদ্ধ সুয়ারেজ ও বুসকেটস!

এর আগেও মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের নজির দেখিয়েছেন লুইস সুয়ারেজ। গত ৩১ আগস্ট তিনি লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর তেমনই কাণ্ড ঘটান। হাতাহাতি ও উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন উরুগুইয়ান তারকা। যার দায়ে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মৌসুমের লিগস কাপে মায়ামির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে সিয়াটল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ, এই মৌসুমে সুয়ারেজ কিংবা মায়ামিসহ কারোরই আর ম্যাচ নেই। তাই সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে। তার মানে মায়ামি আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলেই কেবল সুয়ারেজকে পাবে। এর ভেতর মেজর লিগ সকারসহ যে প্রতিযোগিতার ম্যাচই হোক, সেখানে প্রয়োগ হবে না এই শাস্তি।

এর বাইরে সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ এবং সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। এর আগে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবল করেছিলেন, যা তার দলকে সেমিফাইনালে উঠতে ভূমিকা রাখে। এর বাইরে তিনবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের ঘটনায়ও নিষিদ্ধ হন সুয়ারেজ। সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি অঞ্চলে সংঘর্ষের মাঝে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনির কাঁধে কামড় দেন।



সাম্প্রতিক ম্যাচে সুয়ারেজ কেবল থুতু ছিটিয়েই ক্ষান্ত থাকেননি, সিয়াটলের আরেক খেলোয়াড়ের গলায় হাত দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমএলএস কর্তৃপক্ষ পুরো ঘটনাই তদন্ত করছে। এরই মাঝে বৃহস্পতিবার এক বিবৃতিতে সুয়ারেজ দুঃখ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজ লিখেছেন, ‘এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

প্রসঙ্গত, লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজানোর পরই মূল ঘটনা ঘটে। ওই সময় সিয়াটল সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে লক্ষ্য করে ছুটে যান সুয়ারেজ। এরপর মাঠে শুরু হয় দুজনের হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে দুই দলের কর্তারা ছুটে আসেন। তখনই ক্যামেরায় ধরা পড়ে, সাউন্ডার্সের দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ছেন সুয়ারেজ। যুদ্ধংদেহী পরিস্থিতিতে উভয়পক্ষের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেধে যায়। পরস্পর ঘুষি ও হাতাহাতিতে জড়ান বুসকেটস-ভার্গাসরা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এক্সরে করে যুবকের পেটে মিলল বিপুল ইয়াবা Sep 06, 2025
img
‘রঘু ডাকাত’ সিনেমার ট্রেলার মুক্তি আগেই আচমকা পুলিশ কমিশনারের শরণাপন্ন দেব! Sep 06, 2025
img
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ-সুবিধা আমার দেখা সেরা : পাইবাস Sep 06, 2025
img
জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছালেন আলকারাজ Sep 06, 2025
img
এই রকম গালি শুনব তা কল্পনাও করিনি : নিলোফার মনি Sep 06, 2025
img
শাহীন আফ্রিদির চোখে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? Sep 06, 2025
img

জিল্লুর রহমান

রাজনীতিতে নতুন নাটকীয় অস্থিরতা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি Sep 06, 2025
img
ইয়েমেনের বিপক্ষে জয় নিশ্চিত করতে মরিয়া মোরসালিনরা Sep 06, 2025
img
হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার, মেসেজ লেখায় বানানও ঠিক হবে! Sep 06, 2025
img
ড. ইউনূসের কার্যকাল আর কতদিন, প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনির Sep 06, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের নতুন হাইকমিশনারের Sep 06, 2025
img
রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো: আযম খান Sep 06, 2025
img
অন্তর্বর্তী সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে চায়, প্রশ্ন তুললেন কনক সরওয়ার Sep 06, 2025
img
দ্রুত নির্বাচনের দাবি, বিক্ষোভে উত্তাল সার্বিয়া Sep 06, 2025
img
জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি! Sep 06, 2025
img
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৭তম Sep 06, 2025
img
‘বাঘি ৪’-এর ২৩টি দৃশ্য কেটে দিল সেন্সর বোর্ড Sep 06, 2025
img
শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ Sep 06, 2025
img
রাজবাড়ীতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০০ Sep 06, 2025
img
দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে পিএসজি কোচ Sep 06, 2025