চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৫৪তম জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত খানকাহ শরিফ থেকে বের হয় বর্ণাঢ্য এই র্যালি।
ভোর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা জড়ো হতে থাকেন জামিয়া প্রাঙ্গণে। নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে ভক্ত-অনুরাগীদের ধর্মীয় স্লোগান আর কালেমায় মুখরিত হয়ে ওঠে মুরাদপুর এলাকা।
চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা-উপজেলাসহ দেশের নানা প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি যোগ দেন এ বিশাল সমাবেশে। জশনে জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদজাল্লাহু আলি), আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের শীর্ষ দায়িত্বশীলরা ও আলেম-ওলামারা।
প্রতিবছরের মতো এবারও পুরো পথজুড়ে ছিল আয়োজনের ছড়াছড়ি। প্রতিটি মোড়ে মোড়ে সাজানো হয় পানি, শরবত, তাবাররুক ও খাবারের স্টল। হাজারো স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সেবা দিতে কাজ করেন। অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় বাংলাদেশের জাতীয় পতাকা ও আনজুমানের নিজস্ব পতাকা, যা পুরো শোভাযাত্রায় ছড়িয়ে দেয় ভিন্ন আবহ।
ঐতিহাসিক এই জশনে জুলুসের সূচনা হয় ১৯৮০ সালে। টানা ৫৪ বছর ধরে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে হয়ে আসছে এই মহাসমারোহ। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জুলুসে পরিণত হয়েছে, যেখানে প্রতিবছর লাখো মুসল্লির সমাগম ঘটে।
এসএস/টিএ