বলিউডে শুরু হয়েছে নতুন উত্তেজনা। অভন্তিয়া এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের বহুল আলোচিত ছবির নাম- ‘মা বেহেন’। ছবিটি পরিচালনা করছেন ‘তুমহারি সুলু’ ও ‘জলসা’খ্যাত নির্মাতা সুরেশ ত্রিবেণী। এবারও তিনি বেছে নিয়েছেন ভিন্নধর্মী গল্প, যেখানে মিশে থাকবে হাসি, অ্যাকশন আর আবেগঘন মুহূর্ত।
সিনেমায় মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনয় করবেন মা-মেয়ের চরিত্রে। এই যুগলকে ঘিরেই গড়ে উঠবে গল্পের মূল স্রোত, যেখানে হাস্যরসের ভেতর দিয়ে আসবে অপ্রত্যাশিত সব বাঁক। নির্মাতা সুরেশ ত্রিবেণী ও পূজা তোলানির লেখা এই চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শার্দুল ভরদ্বাজ, ধরনা দুর্গা ও রবি কিশান।
‘মা বেহেন’-এর বিশেষ আকর্ষণ এর প্রজন্মভিত্তিক অভিনয়শিল্পীর মেলবন্ধন। বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরীর সঙ্গে উঠতি তারকা তৃপ্তির এই জুটি নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। এর আগে তারা একসঙ্গে দেখা দিয়েছিলেন ‘ভুল ভুলাইয়া ৩’-এ। এবার সম্পর্কভিত্তিক গল্পের ছবিতে তাদের পুনর্মিলনকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
ভিক্রম মালহোত্রার অভন্তিয়া এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। নির্মাতাদের আশা, এটি শুধু পারিবারিক বিনোদনই নয়, বরং হাসি ও আবেগের সঙ্গে তুলে ধরবে সম্পর্কের শক্তি, টানাপোড়েন আর দৃঢ়তা। সব মিলিয়ে ‘মা বেহেন’ হতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত একটি সিনেমা।
কেএন/টিএ