বিশ্ব সংগীতের জনপ্রিয় তারকা জাস্টিন বিবার নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। একদিন আগেই ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই ভক্তদের চমক দিয়ে তিনি উন্মুক্ত করলেন তার বহুল আলোচিত অ্যালবাম ‘সোয়াগ টু’। এর আগে জুলাই মাসে প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ড ‘সোয়াগ’। নতুন এ অ্যালবামে আগের ধারাবাহিকতা বজায় রেখেই বিবার এনেছেন ভিন্ন স্বাদ।
অ্যালবামের প্রযোজনায় ছিলেন ডিজন, এমকে.জি, কার্টার ল্যাংসহ বিবার নিজেও। গানগুলোর সুর ও সংগীতে যুক্ত ছিলেন ডিলান উইগিনস, ড্যানিয়েল চেট্রিট, এডি বেঞ্জামিন, মাইক উইল এবং ক্যাম্পার। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের শিল্পী ও প্রযোজকদের নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
২৩টি গান নিয়ে প্রকাশিত হয়েছে ‘সোয়াগ টু’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লিল বি, টেমস, বাকর, হারিকেন ক্রিস এবং এডি বেঞ্জামিন। অতিথি শিল্পীর দিক থেকে এবারের অ্যালবাম আগের চেয়েও সমৃদ্ধ। এর আগে প্রকাশিত প্রথম খণ্ডে অংশ নিয়েছিলেন ড্রুসকি, টু চেইনজ, গান্না, সেক্সি রেড, ক্যাশ কোবেইনসহ আরও অনেকে।
এর মধ্যে কিছু গান প্রকাশের পরই সংগীতপ্রেমীদের দৃষ্টি কাড়ছে। এর আগে ‘সোয়াগ’ অ্যালবামের জন্য বিবার ‘ইউকন’ ও ‘ফার্স্ট প্লেস’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন। সেগুলো আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়ায়। নতুন অ্যালবামের ক্ষেত্রেও সেই সাফল্যের পুনরাবৃত্তি হবে বলে আশা করছেন সংগীতবোদ্ধারা।
জাস্টিন বিবারের নতুন এ আয়োজন তার ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, আগের অ্যালবামের তুলনায় এবারের অ্যালবামটি আরও বৈচিত্র্যময় ও সৃজনশীল। সংগীত সমালোচকরা ইতোমধ্যেই জানাচ্ছেন, বর্তমান প্রজন্মের সংগীতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।
এমকে/টিএ