মুম্বাই আবারো সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় মিউজিক ফেস্টিভ্যালের। লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬ আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহালক্ষ্মী রেসকোর্সে। চতুর্থ আসরের জন্য ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ভারতের তরুণ শিল্পীদের নামও।
এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে পারফর্ম করতে আসছে লিংকিন পার্ক, প্লেবয় কার্টি ও কেহলানি যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে যাচ্ছে। পাশাপাশি দেশীয় শিল্পীরাও একই মঞ্চে পরিবেশন করবেন নিজেদের মৌলিক গান। আয়োজকরা বলছেন, এই বৈচিত্র্যই তৈরি করছে ভারতের নতুন ‘ইন্ডি রেভল্যুশন’।
প্রথম তালিকায় রয়েছে দেরাদুনের প্রতিভাবান গায়িকা-গীতিকার গিনি। ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চা শুরু করে গিনি মাত্র ১৯ বছর বয়সে স্পটিফাই ইন্ডিয়ার রাডার আর্টিস্ট হিসেবে পরিচিতি পান। তাঁর প্রথম গান Falling Asleep তাঁকে এনে দেয় ইন্ডিয়ান মিউজিক ডায়েরিজ-এর সেরা নবাগত শিল্পী মনোনয়ন। ‘সুকুন’ ও ‘নাদানি’র মতো জনপ্রিয় ট্র্যাক তাকে তরুণ শ্রোতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। আয়োজকদের প্রত্যাশা, লোলাপালুজা ইন্ডিয়ার মঞ্চে গিনি তার ব্যক্তিগত কথামালা ও গল্পভিত্তিক সুরের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করবেন।
ফেস্টিভ্যালের টিকিট ইতিমধ্যেই বুকমাইশো-তে পাওয়া যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই বাকি ভারতীয় শিল্পীদের নামও প্রকাশ করা হবে।
এমকে/টিএ