বলিউডের তরুণ তারকা অনন্যা পান্ডে আবারও প্রমাণ করলেন কেন তিনি ধীরে ধীরে ফ্যাশন জগতের অন্যতম শক্তিশালী নাম হয়ে উঠছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুক্তোর তৈরি ব্যতিক্রমী পোশাকে। পুরো শরীর জুড়ে মুক্তোর জটিল কারুকাজ, বডিসে ভাস্কর্যশিল্পের মতো গঠন আর হেমলাইনে ঝুলন্ত চেইন– সব মিলিয়ে পোশাকটি যেন একখণ্ড শিল্পকর্ম। অনন্যার উপস্থিতি মুহূর্তেই আলো কাড়ে সবার।
যদিও বলিউডে তার কেরিয়ার এখনো সেই কাঙ্ক্ষিত সুপারহিট ছবির অপেক্ষায়, তবে ফ্যাশনের মঞ্চে তিনি ইতোমধ্যেই নিজের আলাদা জায়গা গড়ে তুলেছেন। সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নানান চরিত্রে কাজ করার পাশাপাশি অনন্যা পোশাক নির্বাচনে রাখছেন ভিন্ন মাত্রার পরীক্ষা-নিরীক্ষা। প্রচলিত গ্ল্যামারাস ধারা ভেঙে দুঃসাহসী এবং সৃজনশীল পোশাকে নিজেকে হাজির করছেন তিনি।
মুক্তোর তৈরি এই পোশাক কেবল একটি ড্রেস নয়, বরং অনন্যার সাহসী ফ্যাশন-পরিচয়ের প্রতীক। এটি যেন ঘোষণা দিচ্ছে অনন্যা পান্ডে নিয়ম ভেঙে নিজের পথেই এগিয়ে চলেছেন।
এমকে/টিকে