শুধু এক ঝলক…
আর সবকিছু বদলে গেল।
এটা অভিনয় নয় - এ যেন পর্দায় জাদু।”
ইধিকা পালের সঙ্গে ছবির রোম্যান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’। রঘু-সৌদামিনীর প্রেমকাহিনি এবার ধরা দেবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরায়।
রং মিলান্তি পোশাকে ধরা দিলেন দেব-ইধিকা, যেখানে ফুটে উঠল এক নির্মল আবেগমাখা প্রেমের ঝলক।
এমকে/টিকে