বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার তার ৫৮তম জন্মদিন উপলক্ষে একটি নজিরবিহীন মাইলফলক স্পর্শ করতে চলেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদিত করা এই সুপারস্টার তার ২০০তম সিনেমার ঘোষণা করতে যাচ্ছেন আগামী ৯ সেপ্টেম্বর।
সূত্রের খবর অনুযায়ী, অক্ষয় এই বিশেষ মুহূর্তটি তার ভক্তদের উৎসর্গ করতে চাইছেন, যাঁরা তার দীর্ঘ যাত্রায় সর্বদা শক্তিশালী সহায়ক হয়ে ছিলেন। একই দিনে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজনের কথা চলছে, যা ঘোষণাটিকে আরও জমকালো করে তুলবে।
অ্যাকশন, কমেডি, ড্রামা এবং দেশপ্রেমী সিনেমার মিশ্রণে অক্ষয়ের ধারাবাহিকতা এবং প্রতি বছর একাধিক সিনেমা করতে পারার ক্ষমতা তাকে বলিউডের এই বিরল সাফল্য এনে দিয়েছে। ২০০তম প্রজেক্টের বিস্তারিত এখনও গোপন থাকলেও ভক্তদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই আকাশছোঁয়া।
এদিকে অক্ষয়ের আগামী মুক্তি জলি এলএলবি ৩, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন অর্থশ্রাদ ওয়ারসি, ১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এই মাসটি তাই সুপারস্টারের জন্য আরও বিশেষ হয়ে উঠতে চলেছে।
এমকে/টিকে