বলিউডে আবারও ফিরছে নস্টালজিয়ার আবেশ। জনপ্রিয় গায়ক সোনু নিগমের নব্বই দশকের আলোচিত গান ‘বিজুরিয়া’ এবার নতুন রূপে হাজির হলো সিনেমা সানি সংস্কারী কি তুলসি কুমারী–তে। ১৯৯৯ সালে সোনুর অ্যালবাম মৌসুম–এ প্রকাশিত এই গান সেই সময় সাড়া ফেলেছিল ভারতীয় সংগীতাঙ্গনে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই গানকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনলেন সংগীত পরিচালক তানিশক বাগচি।
সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া গানের নতুন সংস্করণে দেখা গেছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে। তাঁদের প্রাণবন্ত নাচের সঙ্গে যুক্ত হয়েছেন মানিশ পল, সান্যা মালহোত্রা, রোহিত সরাফ ও অক্ষয় ওবেরয়। তবে ভক্তদের মনে একটাই আক্ষেপ রয়ে গেল—গানের ভিডিওতে থাকলেন না মূল শিল্পী সোনু নিগম, যাঁকে সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের রিলে নাচতে দেখা গিয়েছিল।
মূল গানটির সুরকার ছিলেন রবি পাওয়ার, গানের কথা লিখেছিলেন সোনু নিগম ও অজয় ঝিংগ্রান। নতুন সংস্করণে যুক্ত হয়েছে নারীকণ্ঠ, যেখানে কণ্ঠ দিয়েছেন ‘রাতান লাম্বিয়া’ খ্যাত গায়িকা আসিস কৌর। নতুন করে কিছু কথাও লিখেছেন তানিশক নিজে। গানের মূল সুর ও তালের ধারা একই রাখলেও তাতে যুক্ত করা হয়েছে বাড়তি তালে ও যন্ত্রানুষঙ্গে আধুনিকতা।
চলচ্চিত্রটির টিজার কিছুদিন আগে মুক্তি পেয়েছে। সেখানে বরুণ ও জাহ্নবীর চরিত্র সানি ও তুলসিকে দেখা গেছে রহস্যময় এক পরিকল্পনায় মেতে থাকতে। গল্পের অফিসিয়াল বিবরণে বলা হয়েছে—দিল্লির দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা আবারও একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে, আর সেই সূত্রে তৈরি হয় নানা জটিলতা ও মজার মোড়। এই অস্থিরতার মধ্যেই জন্ম নেয় এক অপ্রত্যাশিত নতুন প্রেম।
পরিচালক শশাঙ্ক খাইতান এর আগে বরুণ ধাওয়ানের সঙ্গে হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং বদ্রিনাথ কি দুলহানিয়া নির্মাণ করেছিলেন। দীর্ঘ বিরতির পর বরুণ এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন, আর জাহ্নবীর সাম্প্রতিক ছবিগুলো নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই নতুন চরিত্রে হাজির হচ্ছেন।
ইউটি/টিএ