ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে কোনো দলের এককভাবে ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার কোন সুযোগ থাকে না।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে জামালপুর শহরের ফৌজদারি চত্বরে ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, কেউ ৪০ পার্সেন্ট ভোট পেলে বাকি ৬০-৬৫ পার্সেন্ট ভোটের কোন মূল্যায়ন হয় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হবে। প্রতিটা ভোটার তার ভোটের নিশ্চয়তা পাবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট চরিত্র হওয়ার কোনো সুযোগ থাকে না। পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না। কালো টাকার দৌরাত্ম তৈরি হয় না। পেশীশক্তি তৈরি হয় না। বিশেষ করে সেন্টার দখলের সুযোগ থাকে না।
ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন, সদস্য ডা. সৈয়দ ইউনুছ আহাম্মদ।
তিনি বলেন, ৯১টি দেশের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে। যেহেতু সংস্কার করতে হবে, মানুষ সংস্কারের জন্য জান দিয়েছে। সেজন্য আমরা বলব, সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার।
পিএ/টিএ