সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও তার স্ত্রীর আয়কর ফাঁকি তদন্ত করছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। যার অংশ হিসেবে দুইজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের উর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। তথ্য হাতে পেলে তাদের আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আয়কর ফাঁকি হয়েছে কি না, সে বিষয়ে আমাদের টিম কাজ করছে।
আলোচিত এই সচিবকে সোমবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গত ২৮ আগাস্ট ডিআরইউতে‘ মঞ্চ-৭১’ -এর অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন।
এমকে/এসএন