বৈশ্বিক কিংবা বহুজাতি ক্রিকেট টুর্নামেন্টের ধারাভাষ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিচিত মুখ আতহার আলি খান। এর বাইরে শামীম চৌধুরীকেও বিভিন্ন টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে ধারাবিবরণী দিতে দেখা যায়। তবে আসন্ন এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্ক ধারাভাষ্য প্যানেলের যে তালিকা প্রকাশ করেছে, তা হতাশই করবে বাংলাদেশের ক্রিকেটভক্তদের।
ওই তালিকায় নেই কোনো বাংলাদেশি ধারাভাষ্যকারের নাম। এই নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে বিস্মিত হন আতহার আলি খান। এরপরই তিনি ধারাভাষ্য দিতে আরব আমিরাতে রওনা দেওয়ার কথা জানিয়েছেন। গণমাধ্যমকে আতহার বলেছেন, ‘আগামী বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ছি। সেখানে তো আমি ধারাভাষ্য দিতেই যাচ্ছি।’
আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সপ্তদশ আসর। উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান ও হংকং। এর আগে সনি স্পোর্টস নেটওয়ার্কের বরাতে ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যম। যেখানে আতহার আলি কিংবা বাংলাদেশি কারও নাম নেই। যদিও ধারাভাষ্য প্যানেল নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
ঘোষিত ধারাভাষ্যকার প্যানেল অনুযায়ী– এশিয়া কাপে গ্লোবাল বা ইংরেজি ভাষায় ধারাভাষ্য দেবেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান, ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড এবং নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।
হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ভারতের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বীরেন্দর শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের সাবেক বোলিং কোচ অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও।
আগামীকাল এশিয়া কাপের পর্দা উঠলেও, বাংলাদেশের মিশন শুরু হবে ১১ সেপ্টেম্বর। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন দাসের দল টুর্নামেন্ট শুরু করবে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর আগে ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এসিসি এবারও সেই পথে হেঁটেছে।
এএইচ/এসএন