লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে দাবি করছে জুলাই সনদের ওপর নির্বাচন হতে হবে। ৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলডিপি মহাসচিব বলেন, তারা (শিক্ষার্থীরা) বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই তিনটি বিষয়ের ওপর ৭২ এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক এই প্রতিমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের আগে তোমরা কোনো সংস্কারের কথা বলোনি। কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এ দেশে সংস্কারের কথা তাদের ম্যানুফেস্টুতে বলেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সকল রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।
তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে, এতোদিন বাঁচে কিনা সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে? বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে।
বাতাঘাসী ইউনিয়ন এলডিপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম প্রমুখ।
পিএ/টিএ