বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ

আজ বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে ঢাবি প্রশাসন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাস নির্ধারিত আটটি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোট দেওয়ার সঠিক নিয়ম

ভোটার তার সুবিধাজনক সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তাকে ভোটার তার পরিচয় নিশ্চিত করবেন।

ভোটার প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন।

পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোটগ্রহণ কর্মকর্তা। ভোটার তালিকায় নিজের নামের পাশে সই করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে।

ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোটকক্ষে। মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।

ভোটকক্ষে গিয়ে ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার। এরপর পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ‘ক্রস চিহ্ন’ দেবেন ভোটার।

খেয়াল রাখতে হবে, ক্রস চিহ্ন যেন ঘরের বাইরে না যায়। ঘরের বাইরে গেলে সেই ভোট বাতিল হতে পারে। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন ভোটার।
কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ‘ভাঁজ’ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেলে ভোটার তার ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, যেসব শিক্ষার্থীর দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে এবং ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তবে যারা ব্রেইল পড়তে পারেন না, তারা আরেকজনের সহযোগিতা নিয়ে অন্য সবার মতোই ভোট দিতে পারবেন।

ব্রেইল পদ্ধতিতে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে মুখ খুললেন নাছির Sep 09, 2025
img
জীবনে প্রথম ভোট দিতে পেরে অসাধারণ লাগছে: মেঘমল্লার বসু Sep 09, 2025
ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার Sep 09, 2025
img
৩০ বছরের সেরা সাফল্যের পরও পর্তুগিজ কোচ এস্পিরিতো সান্তোকে বরখাস্ত নটিংহ্যামের Sep 09, 2025
img
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন ২০২৫

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু Sep 09, 2025
সময়মতো কাজ না করাই জাতির দুর্বলতা: ফারুকী Sep 09, 2025
ভোট দিয়ে বললেন, আমাদের প্যানেল জয় লাভ করবে ; ছাত্রদলের এজিএস প্রার্থী মায়েদ Sep 09, 2025
img
শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামার Sep 09, 2025
img
ভোটের আগে ভোটারকে আরও একবার ভাবার আহ্বান হান্নান মাসউদের Sep 09, 2025
img
সিনেট ভবন কেন্দ্রে দুুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ৬০-৬৫ শতাংশ: রিটার্নিং অফিসার Sep 09, 2025
img
নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন Sep 09, 2025
img
নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কৃষিমন্ত্রীর পদত্যাগ Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

৩ কেন্দ্রে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি Sep 09, 2025
img
সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে Sep 09, 2025
img
নেপালের অস্থিরতায় ভারতীয় নাগরিকদের জন্য দিল্লির সতর্কতা Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন ২০২৫

হুইলচেয়ারে এসে ভোট দিলেন মেঘমল্লার বসু Sep 09, 2025
ছাত্রদলের বুথ দেখে ক্ষেপে গেলেন মোসাদ্দেক Sep 09, 2025
সাংবাদিক দেখেই ফেলে দিলেন প্রচারণার লিফলেট Sep 09, 2025
নিজের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে যা বললেন আবিদ Sep 09, 2025