ডাকসু নির্বাচনে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, ভোটকেন্দ্রে বাধা ও প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই পক্ষপাতিত্ব আচরণ করছে প্রশাসন। তার পূরণকৃত ওএমআর ব্যালট ঢুকিয়েছে।
ছাত্রদলের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান বলেন, ডাকসু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়নি।
এবি/টিএ