মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে ভারত-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের দেশে দাঁড়িয়েই তার শুল্কনীতির সমালোচনা করলেন ভারতীয় ব়্যাপার বাদশা।
নিউ জার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিকে খোঁচা দিতে গিয়ে গানের মধ্যেই কটাক্ষ ছুড়ে দেন তিনি।
‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। তাকে গাইতে শোনা যায়— “কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?” (ট্রাম্প আর কত শুল্ক চান?)।
বাদশাহর এই গানের লাইনের অংশটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেছেন।
ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপায় ওয়াশিংটন।
শুধু বাদশাহই নন, সম্প্রতি বিগ বস ১৯ মঞ্চেও নাম না করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন সালমান খান। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, “যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে তারাই এখন শান্তির পুরস্কার চাইছে।” যদিও নাম নেননি, ইঙ্গিত স্পষ্টতই ট্রাম্পের দিকেই ছিল।
নিউ জার্সির এই শো বাদশাহর উত্তর আমেরিকা সফরের অংশ। ইতোমধ্যেই ভার্জিনিয়ায় দর্শক উপচে পড়া ভিড়ের সামনে পারফর্ম করেছেন তিনি। সামনে বে এরিয়া, সিয়াটেল, ডালাস এবং শিকাগোতেও আয়োজন রয়েছে তার কনসার্টের।
এসএন