প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরও এখনো নেপালে অস্থিরতা বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
এমন অবস্থায় আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল বলেছেন, “সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালিদের দায়িত্ব।”
“যেহেতু ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে, যাতে আর কোনো ক্ষতি না হয়, সেইসঙ্গে জাতীয় অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষা করার জন্য, আন্দোলন পরিত্যাগ করা সকল নেপালিদের এটি একটি সাধারণ কর্তব্য।”
তিনি আরও বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা করতে—এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করতে—জাতীয় স্বার্থ রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।”
“অতএব, বর্তমান প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা বিক্ষোভকারীদের তাদের আন্দোলন স্থগিত করে আলোচনায় আসার জন্য অনুরোধ করছি।”— বলেন হিমালয় কন্যা খ্যাত দেশটির সেনাপ্রধান।
নেপালের সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পর সেনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
এসএন