কিরগিজস্তানে প্রতারিত হয়ে দেশে ফিরল ১৮০ বাংলাদেশি

গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই মানুষদেরকে বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, ফলে নথিপত্রহীন হয়ে পড়েন। অনেকে ভয়াবহ নির্যাতনের শিকার হন। অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে।

ফেরত আসা লালমনিরহাটের আদিতমারীর মো. শহীদুল ইসলাম (৪৫) বলেন, ওয়েল্ডিংয়ের কাজ করে বেশি বেতন পাবেন এই আশায় ২০২৪ সালের ৩ জুন বিশকেক পৌঁছানোর পরের দিনই ভিসার মেয়াদ ফুরিয়ে যায় তার।

এরপরে সেখানে নানা কাজ করে টিকে থাকার চেষ্টা করেছেন। বেতন ছাড়া কাজ করেছেন সাত মাস। পরে কিরগিজ কর্তৃপক্ষের কাছে ধরা দেন। তিন মাস জেল খেটে আজ রাতে দেশে ফিরেছেন বিশেষ বিমানে।

ইউরোপ পাঠানোর কথা বলে শরীয়তপুরের সখীপুরের প্রিন্স মিয়াকে (২১) দুবাই নিয়ে গিয়েছিল দালাল। সেখান থেকে এ বছরের ১৯ মে তাকে বিশকেক নিয়ে যাওয়া হয়। আশ্বাস দেওয়া হয়েছিল সেখানে কিছুদিন কাজ করার পরে তাকে ইতালি নিয়ে যাওয়া হবে। দালালকে এ কাজের জন্যে ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে মধ্য এশিয়ার জেলে ৪৪ দিন আটক ছিলেন তিনি।

কিরগিজস্তানে নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান কুষ্টিয়ার মিরপুরের মো. মিলন আলী (৩৮)। ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও তিনি কোনো সহায়তা পাননি নিয়োগকর্তার কাছ থেকে। টানা চার মাস বেতন না পাওয়ায় তিনি নিজেই সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা দিয়েছেন। তিন মাসেরও বেশি সময় অনিয়মিত অভিবাসী হিসেবে সেখানকার কারাগারে ছিলেন তিনি। তীব্র রোদে দাঁড় করিয়ে রাখার মতো নির্মম নির্যাতন করা হয়েছে তাকে এবং তার সঙ্গীদের বলে জানান তিনি।

ব্র্যাক জানিয়েছে, বিমানবন্দরে বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৫ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু ২০২৪ সালেই ৪০ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে। 

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ : আসাদুজ্জামান রিপন Sep 10, 2025
img
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভিষিক্ত হলেন কাজী শুভ Sep 10, 2025
img
পান্থকুঞ্জ–হাতিরঝিলে এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের নির্দেশ Sep 10, 2025
img
এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ Sep 10, 2025
img
নতুন কোন কোন দল নিবন্ধন পাবে, জানা যাবে বৃহস্পতিবার Sep 10, 2025
img
ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন Sep 10, 2025
img
নেপালের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে সেনাবাহিনী Sep 10, 2025
img
ভেবেছিলাম সবাই আমার, আসলে কেউই আর আমার নেই : পপি Sep 10, 2025
img
আন্ডারওয়ার্ল্ড ডনের হুমকিতে ভীত বলিউড, একাই লড়েছিলেন প্রীতি Sep 10, 2025
img
মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন ঢাবি ভিসি: সারজিস আলম Sep 10, 2025
img
অশান্ত নেপাল, সেনা নিয়ন্ত্রণে কাঠমান্ডু বিমানবন্দর Sep 10, 2025
img
থমথমে কাঠমান্ডু, আটকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল Sep 10, 2025
img
নেপালে বিক্ষোভের সুযোগে কারাগার থেকে পালালেন সাবেক প্রতিমন্ত্রী Sep 10, 2025
img
মিরপুর থেকে গামিনির বিদায় Sep 10, 2025
img
সৎ মায়ের বিরুদ্ধে মামলা করলো কারিশমার ২ সন্তান Sep 10, 2025
img
আমাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে: নেপাল জেন-জি Sep 10, 2025
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ফিরে আসলেন তৌসিফ মাহবুব! Sep 10, 2025
img
জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Sep 10, 2025
img
দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব Sep 10, 2025
img
ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ! Sep 10, 2025