ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই তিনি ও তার সহযাত্রীরা সামনে এগিয়ে যাবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আমাদের এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার।’
তিনি আরও লেখেন, ‘বন্ধুর এই যাত্রায় সব বাধা মাড়িয়ে আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সমর্থন, পরামর্শ আর সমালোচনার মাধ্যমে আমাদের আপনারা পথ দেখাবেন সেই প্রত্যাশা রাখি। আল্লাহ আমাদের হঠকারী ও অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুন, আমাদের পথকে মসৃণ করে দিন।’
এমকে/এসএন