বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার ৫৮তম জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনে এক তরুণী ভক্তের কাছ থেকে পাওয়া উপহারে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদনে বলা হয়, ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে যেখানে অক্ষয়কে দেখতে পেয়ে সেই ভক্ত তার আবেগ ধরে রাখতে পারেননি।
নিজের হাতে তৈরি করা উপহার অভিনেতার হাতে তুলে দেওয়ার সময় তার চোখে জল এসে যায়। ভক্তের এমন ভালোবাসা দেখে অক্ষয়ও তাকে সস্নেহে কাছে টেনে নেন এবং কথা বলেন।
অক্ষয় কুমার বরাবরই তার সাফল্যের পেছনে দর্শকদের অবদানের কথা বলে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, ‘আমার যা কিছু সাফল্য, তার সবটাই আমার দর্শক এবং ভক্তদের কারণে। তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই।’
অভিনেতা হিসেবে আজ কোটি টাকার মালিক হলেও অক্ষয় কুমারের অতীত জীবন ছিল সংগ্রামের। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক- নানা জায়গায় তিনি কাজ করেছেন। কখনও মার্শাল আর্টের শিক্ষক, আবার কখনও বা রেস্তোরাঁর রাঁধুনি হিসেবে তিনি কাজ করেছেন।
কঠিন জীবন থেকে উঠে আসা এই মানুষটি বলিউডে এসেও কম প্রতিকূলতার মুখোমুখি হননি। নব্বইয়ের দশকের শেষ দিকে টানা ১৪টি ফ্লপ ছবির পর তিনি একসময় বলিউড ছেড়ে কানাডায় চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে ভাগ্যের খেলায় আজ সেই তিনিই ৩৪ বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ পথচলায় উত্থান-পতনের হিসেব না করে তিনি তার দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। আমি কৃতজ্ঞ।’
এসএস/এসএন