যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে হামলা চালানো নিয়ে স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র এই হামলার আগে কোনো ধরনের পূর্ব-নোটিশ পায়নি এবং এই সিদ্ধান্ত তার ছিল না।
ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নই। আমরা চাই জিম্মিদের মুক্তি। কিন্তু আজ যেভাবে বিষয়টি ঘটেছে, তা আমাদের ভালো লাগেনি।’
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন, ‘এটি ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়।’
তিনি আরও বলেন, ‘আমি কাতারকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র ও বন্ধু হিসেবে দেখি। যদিও হামাসকে নির্মূল করাকে একটি যুক্তিসঙ্গত লক্ষ্য মনে করি।’
হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট-এর বিবৃতির সুরে সুর মিলিয়ে ট্রাম্প বলেন, ‘কাতার একটি সার্বভৌম দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শান্তির জন্য আমাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করছে। তাদের ভূখণ্ডে একতরফাভাবে বোমা বর্ষণ করা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণে কোনো সহায়ক নয়।’
সূত্র: আল-আরাবিয়া
এমকে/এসএন