বিশ্বকাপের আগে বাছাইপর্বের ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ব্রাজিলের

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। নতুন ফরম্যাট অনুসারে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্রাজিলকে কোনো বেগ পেতে হয়নি। যদিও ২০২২ কাতার বিশ্বকাপের পর তাদের পারফরম্যান্সের গ্রাফটা হতাশার ও ফর্ম অধারাবাহিক। ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় জায়গা করে নিলেও এবার ব্রাজিলের পারফরম্যান্স নিজেদের বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে খারাপ।

আজ (বুধবার) ভোরে প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছে কার্লো আনচেলত্তির দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছন্দহীন খেলায় কার্যকর আক্রমণ তো করতেই পারেনি, ‍উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেস প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় বলিভিয়া। স্পট কিকে তাদের এগিয়ে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। সেই গোলই ১-০ ব্যবধানে ব্রাজিলের হার নিশ্চিত করে।

এর আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারানোর পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে দুইয়ে ছিল ব্রাজিল। তবে আজ হেরে তারা পাঁচে নেমে গেছে। বাছাইপর্ব শেষে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সেলেসাওদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় যথাক্রমে তিন-চারে রয়েছে কলম্বিয়া ও উরুগুয়ে। শীর্ষে থাকা আর্জেন্টিনা ৩৮ ও দুই নম্বর দল ইকুয়েডরের ২৯ পয়েন্ট।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ৫১ শতাংশ সফলতা পেয়েছে ব্রাজিল। যা তাদের বাছাইয়ের ইতিহাসে সর্বনিম্ন। ৫৫.৬ শতাংশ সাফল্য ছিল ২০০২ বিশ্বকাপের আগে। যদিও ওই আসরেই ব্রাজিল নিজেদের পঞ্চম ও শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। পুরোনো ফরম্যাট অনুযায়ী পঞ্চম স্থানে থাকা মানে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে। তবে নতুন নিয়মে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠেছে, তাই কোনো ঝুঁকি ছাড়াই মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।

ব্রাজিলকে সদ্য সমাপ্ত বাছাইপর্বে নানা বিপর্যয় ও কোচের বারবার পরিবর্তনের মতো বিষয়গুলো সামলাতে হয়েছে। তিতে পরবর্তী অধ্যায়ে ফার্নান্দো দিনিজ ও দরিভাল জুনিয়ররা দলটির কোচিংয়ে এলেও কাঙ্ক্ষিত ফর্ম ফেরাতে পারেননি। অবশেষে নিজেদের ইতিহাসে স্থায়ীভাবে বিদেশি কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানের হার ছিল বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। ইতিহাসে তারা প্রথমবার নিজেদের মাঠে হেরেছে।

১৯৯৬ সাল থেকে বর্তমান ফরম্যাটে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দল একে অপরের সঙ্গে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলে আসছে। এর আগে ব্রাজিল কখনও ৩০ পয়েন্টের নিচে নামেনি। ২০০২ বিশ্বকাপের বাছাইয়ে ৩০ পয়েন্ট নিয়ে বেশ কষ্টসাধ্য প্রচেষ্টায় যোগ্যতা অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও জাপানে বিশ্বকাপ জিতেছিল সেলেসাও শিবির।

বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্স (পয়েন্ট ভিত্তিক)

আসর পারফরম্যান্স পয়েন্ট (সাফল্য) অবস্থান অবস্থান

২০০২ বিশ্বকাপ ৯ জয়, ৩ ড্র ও ৬ হার ৩০ পয়েন্ট (৫৫.৬ শতাংশ) তৃতীয়

২০০৬ বিশ্বকাপ ৯ জয়, ৭ ড্র ও ২ হার ৩৪ পয়েন্ট (৬৩ শতাংশ) প্রথম

২০১০ বিশ্বকাপ ৯ জয়, ৭ ড্র ও ২ হার ৩৪ পয়েন্ট (৬৩ শতাংশ) প্রথম

২০১৮ বিশ্বকাপ ১২জয়, ৫ ড্র ও ১ হার ৪১ পয়েন্ট (৭৫.৯ শতাংশ) প্রথম

২০২২ বিশ্বকাপ ১৪ জয়, ৩ ড্র ও ০ হার ৪৫ পয়েন্ট (৮৮.২ শতাংশ) প্রথম

২০২৬ বিশ্বকাপ (বর্তমান) ৮ জয়, ৪ ড্র ও ৬ হার ২৮ পয়েন্ট (৫১ শতাংশ) পঞ্চম

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুলদীপের দাপটে বোলিংয়ে ৫৭ রানেই অলআউট আমিরাত Sep 10, 2025
img
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: উপদেষ্টা আদিলুর রহমান Sep 10, 2025
আগামী ডাকসু নির্বাচনে ফিরে আসার ইঙ্গিত দিলেন আবিদ Sep 10, 2025
img
ডাকসু নির্বাচন বিএনপিকে সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান Sep 10, 2025
ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিতদের জয়জয়কার Sep 10, 2025
‘ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে’ Sep 10, 2025
img
এশিয়া কাপে কর্মীদের জন্য ৭০০ টিকিট কিনে চমক দিলেন দুবাইয়ের ব্যবসায়ী Sep 10, 2025
ক্যারিয়ার ও জীবনে ইমোশনের প্রভাব নিয়ে শ্রাবন্তী Sep 10, 2025
কেন যেন মডেল হিসেবেই বারবার আখ্যায়িত হচ্ছি Sep 10, 2025
প্রথমবারের মতো বড়পর্দার গানে কাজী শুভ! Sep 10, 2025
বন্ধুদের আপত্তি, সাফা কবিরের বিয়ে নিয়ে দ্বিধা! Sep 10, 2025
‘বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে’–জয়া আহসান!| Sep 10, 2025
হিদায়াত আসলে কী? Sep 10, 2025
img
গোপনে থাকা শীর্ষ নেতাদের হাতেই নেপালের নিয়ন্ত্রণ Sep 10, 2025
img
কৌশানীর হাতে হাত রেখে হাজির নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল! Sep 10, 2025
img
মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী Sep 10, 2025
img
সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসি কর্মকর্তারা Sep 10, 2025
img
ডাকসু নিয়ে মন খারাপের কিছু নেই, এটা আমাদের জন্য আরেকটা ছবক: ভিপি জয়নাল Sep 10, 2025
img
আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি : সাদিক কায়েম Sep 10, 2025
img
রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৭ জনের মনোনয়ন বাতিল Sep 10, 2025