একটা সময় বলিউড চলত আন্ডারওয়ার্ল্ডের কথায়। বিটাউনে তারা প্রচুর পরিমাণে অর্থ ঢালতেন। একের পর এক হুমকিতে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ভয়ে তটস্থ থাকতেন বলিউড তারকারা। তবে একজন অভিনেত্রী সাহস করে সেই মাফিয়াদের অন্ধকার শক্তির মুখোমুখি দাঁড়িয়েছিলেন, আর তিনি হলেন প্রীতি জিনতা।
প্রায় ২৪ বছর আগের ঘটনা। ২০০১ সালে সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেন প্রীতি। সে সময় খবর ছড়ায়, ছবিটিতে নাকি বিনিয়োগ করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল।
পুলিশ বিষয়টি জানার পর ছবির প্রিন্ট জব্দ করে এবং পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই প্রীতি ও আরো কয়েকজন তারকার কাছে ফোনে হুমকি আসে। তবে অন্যদের মতো ভয় পেয়ে পিছু হটেননি প্রীতি।
মামলা যখন আদালতে গড়ায় তখন পুলিশ জানতে চান, তারকারা সাক্ষ্য দিতে প্রস্তুত কিনা, এ সময় অধিকাংশ তারকাই গা বাঁচান। কেউই আন্ডারওয়ার্ল্ডকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাননি।
কিন্তু সেসময় প্রীতি জিনতা পিছপা হননি। তিনি আদালতে স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করেন এবং জানান, তাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।
আদালতে প্রীতি জিনতার সাহসী সাক্ষ্যের পর পুলিশ অর্থ লগ্নিকারী ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে গ্রেপ্তার করে। বলিউড ইতিহাসে প্রীতির এই পদক্ষেপ বিরল দৃষ্টান্ত হয়ে আছে, যেখানে এই নায়িকা ছিলেন অনন্য সাহসের প্রতীক।
ইএ/টিকে