জ্বলে ওঠো বাংলাদেশ কিংবা মন পাজরে দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন কাজী শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। প্রথমবারের মতো কাজী শুভ অভিষিক্ত হলেন চলচ্চিত্রে।
সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’সিনেমার জন্য তিনটি গানের সুর করেছেন শুভ। একইসঙ্গে গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি।
তিনটি গানের মধ্যে ‘যাও ভেসে যাও’ ও ‘লাল মেম’ শিরোনামের দুটি গান লিখেছেন গীতিকার জাহিদ আকবর। এরমধ্যে একটিতে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। আরেকটিতে কণ্ঠ দিয়েছেন দোলা।
‘পরান পাখি’ শিরোনামের গানটি লিখেছেন পরিতোষ বাড়ৈ। এতে শুভর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সালমা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ।
কাজী শুভ বলেন, ‘সর্বমোট ৩ টি গানের সুর করেছি আমি। প্রথমবারের মতো সিনেমার জন্য গান সুর করলাম। তাই নন্দিনী আমার জন্য স্পেশাল। বিষয়টা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল বেশ কো-অপারেটিভ ছিলেন।
গান গুলো অনেক সময় নিয়ে, সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা এখন দর্শক শ্রোতাদের উপর নির্ভর করছে। তবে আমি আশা করছি সবার কাছে লাগবে গানগুলো।’
পরিতোষ বাড়ৈয়ের উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে ১২ সেপ্টেম্বর।
এ সিনেমায় অভিনয় করেছেন নাজিরা মৌ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ও ইলোরা গহর প্রমুখ।
কেএন/টিএ