আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গা মহাসড়ক অবরোধ, সেনাবাহিনী মোতায়েন

সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশ্ববর্তী আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি। এতে হাজারো মানুষের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গার রাজপথ। উপজেলা পরিষদ ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

তিনি জানান, উপজেলা পরিষদের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি নেই। তবে নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কসহ এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের অন্তত সাতটি এলাকায় অবরোধ শুরু করে বিক্ষুব্ধরা। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, তাবু টানিয়ে ও আসবাবপত্র ফেলে অবস্থান নেয় এলাকাবাসী। এতে দুই মহাসড়কজুড়ে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া বাজার এলাকায় দেখা গেছে, মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন স্থানীয়রা। একইভাবে মাধবপুর বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকাসহ অন্তত পাঁচটি পয়েন্টে অবস্থান নেয় জনতা। নারীরাও এ আন্দোলনে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনার ও ষড়যন্ত্রকারীরা আমাদের আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। শুক্রবার প্রথম আন্দোলন শুরু করলে ইউএনও আশ্বস্ত করেছিলেন সোমবারের মধ্যে সুরাহা হবে। কিন্তু হয়নি। যতক্ষণ না ইউনিয়ন দুটো ফিরিয়ে দেয়া হবে, অবরোধ চলবে।’

অবরোধকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসবেন না। তবে যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। সকাল আটটায় আবারও শুরু হয় অবরোধ।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসন পুনর্নির্ধারণের তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই ভাঙ্গা উপজেলাবাসীসহ রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

সীমান্ত পুনর্বহালের দাবিতে গত শুক্রবার সকাল ও সন্ধ্যায় দুই দফায় নয় ঘণ্টা ভাঙ্গা উপজেলা দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করা হয়। তখন ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন তারা। তবে তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন স্থানীয়রা। সে সময়সীমা পেরিয়ে গেলে মঙ্গলবার আবারও অবরোধ শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের আগে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা ছিল ফরিদপুর-৪ আসনে এবং ভাঙ্গা উপজেলা ছিল ফরিদপুর-৫ আসনে। পরবর্তীতে পুনর্বিন্যাসের সময় ফরিদপুরের পাঁচ আসন ভেঙে চার আসন করা হয়।

কেএন/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হার্ট অ্যাটাকে আক্রান্ত শাবানার স্বামী ওয়াহিদ সাদিক Sep 10, 2025
img
এনসিপি থেকে সাবেক ২ সেনা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা Sep 10, 2025
img
ছক্কার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ লিটনের Sep 10, 2025
img
ইসরায়েলি হামলার পরদিনই কাতার গেলেন আমিরাতের প্রেসিডেন্ট, যাচ্ছেন বিন সালমানও Sep 10, 2025
img
৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন, ভোটে লড়বে ৮ প্যানেল Sep 10, 2025
img
শুভশ্রী বা রুক্মিণী নন, জীবনে প্রথম দিয়া মির্জাকে মন দিয়েছিলেন দেব! Sep 10, 2025
img

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি Sep 10, 2025
img
এশিয়া কাপে হেসে খেলেই আমিরাতকে হারাল ভারত Sep 10, 2025
img
কুলদীপের দাপটে বোলিংয়ে ৫৭ রানেই অলআউট আমিরাত Sep 10, 2025
img
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে পারে নৈতিক শিক্ষা: উপদেষ্টা আদিলুর রহমান Sep 10, 2025
আগামী ডাকসু নির্বাচনে ফিরে আসার ইঙ্গিত দিলেন আবিদ Sep 10, 2025
img
ডাকসু নির্বাচন বিএনপিকে সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান Sep 10, 2025
ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিতদের জয়জয়কার Sep 10, 2025
‘ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে’ Sep 10, 2025
img
এশিয়া কাপে কর্মীদের জন্য ৭০০ টিকিট কিনে চমক দিলেন দুবাইয়ের ব্যবসায়ী Sep 10, 2025
ক্যারিয়ার ও জীবনে ইমোশনের প্রভাব নিয়ে শ্রাবন্তী Sep 10, 2025
কেন যেন মডেল হিসেবেই বারবার আখ্যায়িত হচ্ছি Sep 10, 2025
প্রথমবারের মতো বড়পর্দার গানে কাজী শুভ! Sep 10, 2025
বন্ধুদের আপত্তি, সাফা কবিরের বিয়ে নিয়ে দ্বিধা! Sep 10, 2025
‘বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে’–জয়া আহসান!| Sep 10, 2025