লেডি গাগা ভক্তদের জন্য এ যেন এক মহাউপহার। তার বহুল আলোচিত MAYHEM Ball ট্যুর এবার বাড়ছে আরও এক ধাপ। নতুন করে ঘোষণা করা হয়েছে উত্তর আমেরিকার ২১টি এরিনা শো, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত।
তালিকায় আছে ১৪-১৫ ফেব্রুয়ারি অ্যারিজোনার গ্লেনডেল থেকে শুরু করে ৯-১০ এপ্রিল মিনেসোটার সেইন্ট পল পর্যন্ত ভরপুর আয়োজন।
এই ট্যুর গাগার সাম্প্রতিক অ্যালবাম MAYHEM–এর সমর্থনে, যা মুক্তির পরপরই উঠে গিয়েছিল বিলবোর্ড ২০০-এর এক নম্বরে এবং ইতিমধ্যেই কয়েকটি হিট সিঙ্গেল উপহার দিয়েছে।
গাগা বলেছিলেন, “এটা ২০১৮ সালের পর আমার প্রথম এরিনা ট্যুর। স্টেডিয়ামে ভিন্ন রকম এক বিদ্যুৎ ছড়ানো আবহ থাকে, আমি তা ভালোবাসি। কিন্তু MAYHEM Ball-এ আমি চেয়েছি আরেকটু অন্তরঙ্গ, কাছের, সংযুক্ত অভিজ্ঞতা তৈরি করতে—যা আমার থিয়েট্রিকাল লাইভ আর্টকে আরও উজ্জ্বল করবে।”
পুরো আয়োজন প্রযোজনা করছেন গাগা নিজে ও মাইকেল পোলানস্কি, পরিচালনায় আছেন বেন ডালগ্লেইশ, কোরিওগ্রাফিতে গ্যোবেল এবং স্টাইলিংয়ে গাগার বোন নাটালি জার্মানোত্তা, হান্টার ক্লেম ও HARDSTYLE।
বর্তমানে গাগা ইউরোপে নভেম্বর ২০ পর্যন্ত ট্যুরে আছেন। এরপর যাবেন অস্ট্রেলিয়া ও জাপান, যা চলবে জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
গত রবিবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ঝড় তোলেন এই পপডিভা। জিতে নিয়েছেন চারটি পুরস্কার এবং মঞ্চ মাতিয়েছেন তার নতুন সিঙ্গেল “The Dead Dance”–এর পারফরম্যান্সে, যা নেটফ্লিক্স সিরিজ Wednesday–এর সাউন্ডট্র্যাক থেকে নেওয়া।
এসএন