টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই যেন চড়ছে উষ্ণতার পারদ।
এনা যেন নেটদুনিয়ার 'হটকেক'। ইন্টারনেট সেনসেশন এনাকে দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের।
লাল বিকিনি থেকে দুধ সাদা রঙের খোলামেলা পোশাক, সবেতেই এনা লাজবাব। শরীরী উত্তাপে গোটা নেটপাড়া উষ্ণ আবেদনে মাতিয়ে রাখেন এনা।
মাত্র পঁচিশ বছর বয়সেই টলিউডের প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন এনা। বেশ কয়েকটি ছবি পরপর দর্শকদের উপহারো দিয়েছেন তিনি।ছোটবেলায় পা রেখেছিলেন অভিনয় জগতে এনা। 'গুড গার্ল' লুক ছেড়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন সেনসেশন। 'বউ কথা কও' ধারাবাহিকে মিষ্টি মেয়ের লুকে দেখেছিলেন তাঁকে দর্শক।
ছোটপর্দার পর একে একে 'তোমায় ছাড়া ঘুম আসে না মা' ও পড়ে বড়পর্দায় বেশ কিছু ছবিতে অভিনয়ের পর প্রযোজনায় হাতেখড়ি হয় এনার। ছবি: ইনস্টাগ্রাম
ইউটি/টিএ