বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছে ব্রাজিল। তাদের ভুগিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যধিক উচ্চতায় অবস্থিত মাঠের আবহাওয়া। তবে হার নিয়ে বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। বরং শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সমুদ্রপৃষ্ট থেকে চার হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর মিউনিসিপাল স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে খেলা ম্যাচটি ১-০ গোলে হেরে যায় তারা।
ম্যাচ শেষে অবশ্য শিষ্যদের নিয়ে কোনো রকম বিরক্তি প্রকাশ করেননি আনচেলত্তি। উল্টো প্রশংসা করে বলেন, ‘আজকের ম্যাচের ইতিবাচক দিক হলো, আমি দলের, খেলোয়াড়দের প্রচেষ্টা দেখেছি, কারণ এখানে খেলা খুব কঠিন। যেটা সবাই জানে। খেলোয়াড়রা অনেক চেষ্টা করেছে, ম্যাচটা কৌশলগত ও শারীরিকভাবে খুব জটিল ছিল, খুব কঠিন।’
২০২৬ বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হওয়ায়, ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল নিজেদের আরও গুছিয়ে নেয়ার। যার কারণে চিলির বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচের দল থেকে শুরুর একাদশে অনেক পরিবর্তন আনেন আনচেলত্তি। উদ্দেশ্য সবাইকে খেলার সুযোগ করে দেওয়া।
আনচেলত্তি বলেন, ‘আমি সবাইকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম, কারণ এই সপ্তাহে তারা দারুণ কাজ করেছে এবং চিলির বিপক্ষে ভালো খেলেছে। যারা ভালো কাজ করেছে, এই ম্যাচে আমি তাদের খেলাতে চেয়েছি।’
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে পাঁচে থেকে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শেষ করেছে ব্রাজিল।
ইএ/টিকে