সাধ থাকলেও সাধ্য নেই। আবার পরিশ্রম করতেই সময় শেষ বিনোদন নেওয়ার সময় পান না এমন কর্মীদের জন্য এবার অভিনব এক উদ্যোগ নিয়েছেন সংযুক্ত আরব আরব আমিরাতের এক ধনাঢ্য ব্যবসায়ী আনিস সাজান। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ৭০০ টিকিট কিনেছেন তিনি।
সব টিকিট এশিয়া কাপের ম্যাচের। টিকিট কেনার বিষয়টি খালিজ টাইমসকে নিশ্চিত করেছেন ডানিউব গ্রুপের ভাইস-চেয়ারম্যান আনিস। পর্দার পেছনে কাজ করে যাওয়া কর্মীদের পুরস্কৃত করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে করে কর্মীরা স্বীকৃতি, মনোবল বৃদ্ধি ও স্মৃতি সংগ্রহ করতে পারবে বলে জানান এই ব্যবসায়ী।
আমিরাতে এমন ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ খুব একটা হয় না বলেই এবার তা কাজে লাগাতে চেয়েছেন আনিস। তিনি বলেছেন, ‘আমিরাতে এ রকম ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। যখন এসব সুযোগ পাওয়া গেছে তখন আমি নিশ্চিত করতে চেয়েছি যে যারা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে তারাও যেন এই আনন্দ ও উদযাপনের অংশ হতে পারে।’
দুবাইয়ের প্রতিষ্ঠিত এই ডানিউব গ্রুপ মূলত রিয়েল এস্টেট কম্পানি। বর্তমানে বিভিন্ন জাতীয়তার ২০০০ কর্মী চাকরি করছেন প্রতিষ্ঠানটিতে।
ব্লু-কলার কর্মীদের মধ্যে টিকিট বণ্টনে নিরপেক্ষতা রাখতেই লাকি ড্রয়ের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ নিশ্চিতভাবেই ইতিবাচক কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করবে।
৭০০ টিকিটের বেশিরভাগই বড় ম্যাচের বলে জানিয়েছেন আনিস। ফাইনালের তো কিনেছে, এর মধ্যে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ১০০ টিকিট কেটেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ভারতীয় মুদ্রায় ৮ হাজার রুপি।
আর সর্বোচ্চ ৮ লাখ রুপি। টিকিটের বিষয়ে আনিস বলেছেন, ‘ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ১০০ টিকিট কেটেছি। শেষ চারের ১০০ টিকিট এবং ফাইনালের ১০০ টিকিট সংরক্ষণ করেছি।’
ইউটি/টিএ