ওয়ানডে সিরিজ জেতার পর আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এতক্ষণে ম্যাচ শুরুর কথা থাকলেও কার্ডিফে বৃষ্টির কারণে টসই হয়নি। ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ও ১৪ সেপ্টেম্বর হবে তৃতীয় ম্যাচ। এই সিরিজে খেলা হচ্ছে না ফাস্ট বোলার লুঙ্গি এনগিদির।
এনগিদি মঙ্গলবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। প্রথম ম্যাচকে সামনে রেখে স্ক্যান করালে সেই চোট ধরা পড়ে। সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আগামীকাল দেশে ফিরবেন তিনি। বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আরেক পেসার নান্দ্রে বার্গারকে। বার্গার এনগিদির মতো ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে খেলেছেন।
ওয়ানডে সিরিজে এনগিদি ২ ম্যাচ খেলে ২ উইকেট নেন। কোনো ম্যাচেই ব্যাট করার প্রয়োজন পড়েনি তার। আর ৭২ রানে অলআউট হয়ে যাওয়ার ম্যাচটিতে তিনি একাদশেই ছিলেন না।
এই সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করেছিল গত ২৩ আগস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলা ডেভিড মিলার, কেশভ মহারাজ, মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামসকে দলে ফিরিয়েছিল প্রোটিয়ারা। দলে ফিরেন দনোভান ফেরেইরাও। ২০২৩ সালে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত ডিসেম্বরে। মিলার, মহারাজ, ইয়ানসেন ও লিজাডের সবশেষ টি-২০ ম্যাচও গত বছরে।
দক্ষিণ আফ্রিকার টি-২০ দল
এইডেন মারক্রাম (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, দনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কেওনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, নান্দ্রে বার্গার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
এমআর