ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টি-২০। টিভির সামনে দর্শকদের ‘ফাটাফাটি’ একটা কিছুর আশা নিয়ে বসা খুবই স্বাভাবিক। কিন্তু বেরসিক বৃষ্টি কার্ডিফে এতই বাগড়া দিল যে পূর্ণ দৈর্ঘ্যের ম্যাচ আর হলো না। শান্ত্বনা এটাই, খেলা মাঠে গড়িয়েছে, ফলও হয়েছে।
ওয়ানডে সিরিজের মতো তিন ম্যাচের টি-২০ সিরিজটিও দক্ষিণ আফ্রিকা জিতে শুরু করল। শুরুতে ৯ ওভারে ও পরে ৫ ওভারে নেমে আসা ম্যাচে ৬৯ রানের লক্ষ্য দিয়েছিল তারা। ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলতে পারে ৫৪ রান। প্রোটিয়ারা ম্যাচটি জিতেছে ১৪ রানে। ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।
ম্যাচ শুরু কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে ১১টায়। নির্ধারিত সময়ে ম্যাচ আর গড়াবে কী, টসই হয়নি! বৃষ্টির খেলা শেষে প্রতি ইনিংসে ৯ ওভারের ম্যাচ শুরু হয় রাত প্রায় ৩টা নাগাদ। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া প্রোটিয়ারা ১ রানেই হারায় রায়ান রিকেলটনের উইকেট। রিকেলটনের উইকেট নেওয়া লুক উডই ওয়ানডাউনে নামা লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে শিকারে পরিণত করেন।
কিন্তু দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঠিকই সচল ছিল। ওপেনিং নামা এইডেন মারক্রামের ১৪ বলে ২৮ রানের ইনিংস শেষে ঝড় তুলেন দেওলাদ ব্রেভিস, দনোভান ফেরেইরা ও স্টাবস। ব্রেভিস ১০ বলে ২৩, ফেরেইরা ১১ বলে ২৪ ও স্টাবস ৬ বলে ১৩ রান করেন। তাতে ৭.৫ ওভারে ৫ উইকেটে ৯৭ রান তুলে ফেলে সফরকারী দল। এরপর ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে।
আবার নামা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৫ ওভারে, ডিএল মেথডে ইংল্যান্ড পায় ৬৯ রানের টার্গেট। অন্যপ্রান্তে ফিলিপ সল্ট, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুকদের উইকেটের মিছিল চললেও স্বাগতিক দলকে লড়াইয়ে রাখেন জস বাটলার। চতুর্থ ওভারের শেষ বলে উইকেটকিপার ব্যাটার ১১ বলে ২৫ রান করে শিকার হন মার্কো ইয়ানসেনের। শেষ ওভারে ২৬ রানের দরকার হলেও ইংল্যান্ড তুলতে পারে মাত্র ১১। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ ও ইয়ানসেন দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচসেরা হয়েছেন ১১ বলে ২৫ রান ফেরেইরা।
এমআর