রোমাঞ্চ জয়ে প্রথমবার সিপিএল প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসরে অভিষেক হয়েছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের। যেখানে লিগপর্বেই তাদের যাত্রা থেমেছিল। সিপিএলে এই প্রথম প্লে-অফ নিশ্চিত করল অ্যান্টিগা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে মাত্র ৯৯ রানেই গুটিয়ে দিয়ে তারা আগেই কাজটা সহজ করে তুলেছিল। তবুও সহজ ছিল না জয় পাওয়াটা। ১৯.১ ওভারে ৪ উইকেটে জিতে প্লে-অফে উঠল অ্যান্টিগা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। বিপরীতে স্লো পিচে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিক গায়ানার ব্যাটিং। ৩.৪ ওভারে ১৫ রান তুলতেই তারা ওপেনার মঈন আলিকে (১৫ বলে ১০) হারায়। এরপর ২৬ রানের মাথায় পরপর আউট বেন ম্যাকডারমট (১৫ বলে ১৪) ও শিমরন হেটমায়ার (০)। ম্যাচে গায়ানার বড় জুটি বলতে ২৪ রান, যা হয়েছে দলটির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করা শাই হোপের কল্যাণে। ১৪ বলে তিনি ৩ চার ও এক ছক্কার বাউন্ডারি খেলেন।

এ ছাড়া শেষদিকে কোয়েন্টিন স্যাম্পসন ১৯ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১২ রান করলে ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানেই থামে গায়ানার ইনিংস। অ্যান্টিগার হয়ে জেইডেন সিলস সর্বোচ্চ ৪ ও উসামা মির ৩ উইকেট শিকার করেছেন।

৪ ওভারে ২৮ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব। পরবর্তীতে ব্যাট হাতে কিছু করতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ছোট লক্ষ্য তাড়ায় অ্যান্টিগার শুরুটাও ভালো হয়নি। দলীয় ৩ রানেই প্রিটোরিয়াসের বলে বোল্ড আন্দ্রেস গুস (১)। ৯ বলে ১৩ করে বিদায় নেন কেভিন উইকহ্যাম। মাঝে ইমরান তাহির ও মঈন আলির ঘূর্ণিতে অল্প সময়ের ব্যবধানে করিমা গোর (০), সাকিব (১) ও শামার স্প্রিংগার (২) আউট হয়ে অ্যান্টিগার হারের শঙ্কা বাড়িয়ে তোলেন। মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সাকিবের দল। তবে একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার আমির জাঙ্গু।

অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ছোট দুটি জুটিতে হারের শঙ্কা দূর করেন জাঙ্গু। ক্যারিবীয় এই ব্যাটার ৫৭ বলে পিচ উপযোগী এবং ম্যাচ জিততে কার্যকরী ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। এ ছাড়া ইমাদ ১৬ ও অ্যালেন ১৫ রান করলে ৫ বল ৪ উইকেট হাতে রেখে অ্যান্টিগার জয় নিশ্চিত হয়। গায়ানার পক্ষে ইমরান তাহির ও মঈন আলি দুটি করে উইকেট শিকার করেন।

লিগপর্বের ১০ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ হারে ১১ পয়েন্ট পেয়েছে অ্যান্টিগা। বর্তমানে তাদের অবস্থান চতুর্থ। ৯ ম্যাচে সমান ১২ পয়েন্ট শীর্ষ দুইয়ে আছে যথাক্রমে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

৬০ ফুট উঁচু কলাগাছ, জায়ান্ট হাইল্যান্ড ব্যানানার বিস্ময় Nov 12, 2025
হামজা আশায় আমাদের দল আপ হয়েছে : রাকিব হোসেন Nov 11, 2025
সামাজিকমাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান Nov 11, 2025
img
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন নির্বাচিত Nov 11, 2025
ভাইরাল স্ক্রিনশটে বিভ্রান্তি, সালমানের মন্তব্য ভুয়া Nov 11, 2025
দ্য গার্লফ্রেন্ড প্রচারে ব্যস্ত রাশমিকা Nov 11, 2025
পর্দায় আরশ খানের সাথে দুরত্ব, মুখ খুললেন তাসনুভা তিশা Nov 11, 2025
‘হক’ শুটিংয়ে পরিচালকও মুগ্ধ ইমরানের ত্বক দেখে Nov 11, 2025
সালমান শাহকে নিয়ে শাকিল খানের খোলামেলা স্মৃতি Nov 11, 2025
img
বন্ধুত্ব তখনই হয়, যখন নিজেদের মধ্যে সম্পর্কটা মধুর হয়ে ওঠে : মিঠুন চক্রবর্তী Nov 11, 2025
img
'টেস্ট অব চেরি' অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই Nov 11, 2025
img
পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মেসি Nov 11, 2025
img
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে অ্যাঙ্গোলা Nov 11, 2025
img
ড. ইউনূস ‘যদি-কিন্তু’ ছাড়া কথা বলেন না : এম এ আজিজ Nov 11, 2025
img
এই সরকার এনজিও সরকার, অভিজ্ঞতা নেই : নিলোফার চৌধুরী মনি Nov 11, 2025
img
বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল উগান্ডা Nov 11, 2025
img
আইভীকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন দায়ের Nov 11, 2025
img
হাটহাজারীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Nov 11, 2025
img
মামুন হত্যার ঘটনায় পুরান ঢাকায় ২ শুটার পুলিশ হেফাজতে Nov 11, 2025
img
মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন Nov 11, 2025