কাজাখস্তানে আফরান নিশোর 'দম' সিনেমার শুটিং হবে বলে জানা গেছে। দেশটিতে সিনেমার লোকেশন দেখতে গেছেন প্রযোজক, নির্মাতা, শিল্পী। বর্তমানে আফরান নিশো, রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম কাজাখস্তানে আছেন।
এর আগে, 'দম' সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তান বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। ছবিটিতে আফরান নিশোর সঙ্গে এই সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে।