জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে রাখা হয়েছে আরও পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুরাদ চত্বর, মীর মোশাররফ হল, পুরাতন প্রশাসনিক ভবন, ড্রেইরি গেট, প্রান্তিক গেটসহ বিভিন্নস্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত দেখা যায়। এছাড়া পুলিশের পাশাপাশি রয়েছে গোয়েন্দা পুলিশ ও এপিবিএন সদস্যরা।
এ সময় আরও দেখা যায়, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য ক্যাম্পাসের ভেতরে অস্থায়ী দোকান ও ক্যাম্পাসের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ১৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
জানা যায়, মীর মশরারফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্বর-সংলগ্ন দোকান, নতুন কলা ভবন-সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেটের সব দোকান এবং প্রধান গেট-সংলগ্ন সব দোকান ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
সব আবাসিক হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখার জন্য বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা হতে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সব মোটরসাইকেল চলাচল নিষেধ করা হয়েছে। এই সময়ে শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবশে করবে।
এবারের জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেএন/এসএন