মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে এশিয়া কাপে আজ নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন উন্মোচন করবে লিটন দাসের দল।
ম্যাচের আগে বাংলাদেশ-হংকংয়ের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে ক্রিকবাজে আলোচনা করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। 'বি' গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রমাণ করবে বলেই বিশ্বাস তার।
হার্শা বলেন, 'বাংলাদেশের হয়ে জাকের আলি ভালো করেছে, নুরুল হাসান ভালো করেছে। তাই তাদের হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে। হংকং যেমন দেখাতে চাইবে যে তারা এখানে খেলার যোগ্য, তেমনি বাংলাদেশকে মাঠে নেমে বলতে হবে, 'দেখুন, লোকেরা বলছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এখান থেকে কোয়ালিফাই করার ফেভারিট। আসুন, আমরা দেখিয়ে দিই যে ব্যাপারটা তা নয়।'
বিশেষ করে তাওহীদ হৃদয়ের দিকে নিজের চোখ রাখতে চান হার্শা, 'আমি তৌহিদ হৃদয় সম্পর্কে অনেক শুনেছি। কিন্তু তার পরিসংখ্যান সেই গল্পের প্রতিফলন নয়। তৌহিদ হৃদয়কে বলতে হবে, 'লোকেরা কেন আমার সম্পর্কে কথা বলছে অথচ আমার পরিসংখ্যান সেই কথা বলছে না?''
বাংলাদেশের ফাস্ট বোলিং লাইনআপ নিয়েও বেশ রোমাঞ্চিত হার্শা। তবে সামর্থ্যের চূড়ায় গিয়ে তানজিম হাসান সাকিব যেন নিজেকে প্রমাণ করেন সেটাই প্রত্যাশা থাকবে তার। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি।
হার্শা বলেন, 'তানজিদ হাসান এবং তানজিম হাসান। তাদের মধ্যে একজন খুব ভালো ফাস্ট বোলার, যে দুর্ভাগ্যবশত সোশ্যাল মিডিয়ায় তার হতাশা প্রকাশ করতে পছন্দ করে, যেখানে সে খুব কাঁচা। তাই তাকে... তাকে মাঠে নেমে আরও ভালো বোলার হতে হবে। কিন্তু সে একজন যথাযথ বোলার। যাইহোক, এটা... এটা সত্যিই একটা ভালো ফাস্ট বোলিং সাইড।'
'শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর... তিনজন ফাস্ট বোলার আছে। রিশাদ হোসেন স্পিনার হিসেবে ভালো করতে শুরু করেছে। আবারও বলছি, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমি তার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স দেখতে চাই। তাই দলে অনেক খেলোয়াড় আছে।'
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের বড় ভক্ত হার্শা। পূর্বে বিভিন্ন সময় লিটনের প্রশংসা করেছেন তিনি। মাঝের সময়টায় লিটন সাদা বলের ক্রিকেটে না খেলায় অবাক হন হার্শা। নির্বাচকদের সমালোচনাও করেন তিনি।
হার্শা বলেন, 'লিটনকে বাংলাদেশ কিছুদিন উপেক্ষা করেছে। এমন নির্বাচক খুব অদ্ভুত যিনি লিটনকে সাদা বলের দলে রাখবেন না। সে নিঃসন্দেহে সেরা সাদা বলের ব্যাটার। তাই তাদের আক্রমণাত্মক ব্যাটিংও বেশ শক্তিশালী।'
এসএস/এসএন