জেন-জিদের সঙ্গে আবারও আলোচনায় নেপালি সেনাবাহিনী

নেপালের সেনাবাহিনী বৃহস্পতিবার হিমালয় দেশটির অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের জন্য ‘জেন-জি’ বিক্ষোভকারীদের সঙ্গে আবারও আলোচনা শুরু করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এক সেনা মুখপাত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে ১৯ জন নিহত হয়। পরে সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। দশকের মধ্যে সবচেয়ে বড় হিসেবে বিবেচিত বিক্ষোভটির পর থেকে দেশজুড়ে সেনারা টহল দিচ্ছে।

২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সুশিলা কার্কি অন্তর্বর্তী নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন। বিক্ষোভকারীদের অনেকেই তার নাম প্রস্তাব করেছেন। ৩৪ বছর বয়সী বিক্ষোভকারী সমর্থক সুজিত কুমার ঝা বলেন, ‘আমরা সুশিলা কার্কিকে তিনি যেমন—তেমনই দেখি: সৎ, নির্ভীক ও অটল। তিনি সঠিক পছন্দ।
সত্য কথা বললে সেটা কার্কির মতো শোনায়।’

৭৩ বছর বয়সী কার্কি এতে সম্মতি দিয়েছেন। তবে তাকে নিয়োগ দেওয়ার সাংবিধানিক পথ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে। অন্য আরেকটি সূত্র জানায়, বিক্ষোভকারীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে কিছু মতভেদ রয়েছে ও তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী নেতা বাছাইয়ের প্রসঙ্গে মুখপাত্র রাজা রাম বসনেত রয়টার্সকে বলেন, ‘প্রাথমিক আলোচনা চলছে ও আজও চলবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

কাঠমাণ্ডু ও আশপাশের এলাকায় দোকানপাট, স্কুল ও কলেজ বন্ধ থাকলেও কিছু জরুরি সেবা চালু হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দিনটির বেশির ভাগ সময় কাঠমান্ডু ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে ও আহত হয়েছে এক হাজার ৩৩ জন।

প্রধানত তরুণদের অংশগ্রহণের কারণে এই আন্দোলনকে ‘জেন-জি’ প্রতিবাদ বলা হচ্ছে। তারা সরকারের দুর্নীতি দমন ব্যর্থতা ও কর্মসংস্থান সংকটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।

বিক্ষোভে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মন্ত্রীদের বাসভবন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অলির ব্যক্তিগত বাড়িসহ বিভিন্ন সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পোখরার কয়েকটি হোটেল ও কাঠমাণ্ডুর হিলটন হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী স্টারমার Sep 11, 2025
img
এক ইলিশের মূল্য ৮ হাজার ৭৫০ টাকা Sep 11, 2025
img
‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত’ Sep 11, 2025
img
চাকসু নিয়ে মতবিনিময়সভায় হট্টগোল, সভা বয়কট ছাত্রদলের Sep 11, 2025
img
ফ্রান্সে বিক্ষোভ, গ্রেফতার ৪ শতাধিক Sep 11, 2025
img
দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ Sep 11, 2025
img
অপরাধ নিয়ন্ত্রণে সিলেটে পুলিশের অ্যাপ চালু Sep 11, 2025
img
সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে: সালাহউদ্দিন Sep 11, 2025
img
বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা তুলে ধরলেন মিসবাহ Sep 11, 2025
img
ফুটবলারদের মেন্টাল কোচিং করাবে বাফুফে Sep 11, 2025
img
শীর্ষ ধনীর খেতাব আবার ইলন মাস্কের দখলে Sep 11, 2025
img
সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Sep 11, 2025
img
নিম্ন আয়ের মানুষদের শিক্ষা-স্বাস্থ্যসেবা বিনা মূল্যে দেওয়া হবে : আমিনুল হক Sep 11, 2025
img
নেতৃত্ব দেয়ার যোগ্যতা আমাদের নেই, পরিপক্ক হতে সময় লাগবে: নেপালের জেন জি Sep 11, 2025
img
খুলনায় ৮ থানার ওসি বদলি Sep 11, 2025
img
ভিপি নুরকে দেখতে হাসপাতালে সাদিক কায়েম Sep 11, 2025
img
নিজ দেশে 'সর্বকালের সেরা ফুটবলার' হিসেবে স্বীকৃতি পেলেন রোনালদো Sep 11, 2025
img
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল Sep 11, 2025
img
ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জনের বিষয়ে বিএনপির প্রিন্সের মন্তব্য Sep 11, 2025
img
ছাত্রদলের পর ‘সংশপ্তক পর্ষদ’র ভোট বর্জন Sep 11, 2025