বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। প্রথম ধাপে ভক্তরা এই টিকিট বুকিং দিতে পারবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র ভিসা কার্ড ধারীরা সংগ্রহ হরতে পারবেন প্রথম ধাপের টিকিট। বুকিং নিশ্চিত হওয়ার পর যা সংগ্রহ করা যাবে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে। বিশ্বকাপ সামনে রেখে এবার তিন ধাপে টিকিট বিক্রি করবে ফিফা।
অপেক্ষার পালা ফুরালো। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ওপেন করা হয় ফিফার ওয়েবসাইট। তবে সবার জন্য উন্মক্ত নয় এই প্লাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ড ধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ।
১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপর আবেদনকারীদের আবেদনপত্র পরীক্ষা করা হবে, যাদের আবেদনপত্র গৃহীত হবে তাদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর। এর কারণ হচ্ছে, যেসব সমর্থকরা বিশ্বকাপ দেখতে যাবেন, তারা যেন সময় থাকতেই ভিসা, টিকিটসহ যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন।
আবেদনকারীদের থেকে নির্বাচিত কয়েকজনকে টিকিট দেয়া হবে। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা টিকিট কাটতে পারবেন ১ অক্টোবর থেকে। সেই দিন থেকে টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট কাটতে গেলে ভিসা কার্ড থাকতে হবে সমর্থকদের।
FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা কার্ড না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।
এসএস/এসএন